ঢাকার টানা ৬ হার, কুমিল্লার চতুর্থ জয়

স্পোর্টস ডেস্ক : হেরেই চলেছে নাসির হোসেনের নেতৃত্বাধীন ঢাকা ডমিনেটর্স। এনিয়ে টানা ৬ ম্যাচে হারল ঢাকা। অন্যদিকে টুর্নামেন্টের চতুর্থ জয় তুলে নিল কুমিল্লা।

টানা তিন ম্যাচ হারের পর টানা ৪ জয় তুলে নিয়েছে ইমরুল কায়েসের দল। নাসিম শাহের আগুনে বোলিংয়ে ঢাকার বিপক্ষে কুমিল্লার জয় ৬০ রানে। ১৬৫ রান তাড়ায় ঢাকার ইনিংস শেষ ১০৪ রানেই। ঢাকার হয়ে সর্বোচ্চ রান করেছেন উসমান গনি। ৩৪ বলে ৩৩ রান করেন তিনি। বাকিরা তেমন সুবিধা করতে পারেননি।

এর আগে ১৫ ওভার শেষে কুমিল্লার রান ছিল ৪ উইকেটে ১০৯। সেখান থেকে শেষ ৫ ওভারে আরও ৫৫ রান যোগ করলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সেটা সম্ভব হয়েছে খুশদিল শাহ ও জাকের আলির ঝড়ো ব্যাটিংয়ে।

খুশদিল ১৭ বলে দুটি করে চার-ছক্কায় খেলেন ৩০ রানের ইনিংস। জাকের আলি ১০ বলে একটি করে চার-ছক্কায় করেন অপরাজিত ২০। সবমিলিয়ে ৬ উইকেটে ১৬৪ রান করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

মাশরাফির মাঠ থেকে অবসর প্রসঙ্গে যা বললেন নির্বাচক