ক্রিকেট তারকা যুজবেন্দ্র চহালের প্রাক্তন স্ত্রীই তাঁর একমাত্র পরিচয় নয়। ধনশ্রী বর্মা নৃত্যশিল্পীও বটে। উপরন্তু তাঁর দীর্ঘ ও ঘন কেশ সকলের নজর কাড়ে। যুজবেন্দ্রের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ নিয়েই বার বার খবরের শিরোনামে আসছেন ধনশ্রী। কিন্তু পুজোর আগে যদি কেশচর্চা করতে চান, তবে ধনশ্রীর জীবনের অন্যান্য আঙ্গিকের প্রতিও আগ্রহী হতে হবে। যদিও তাঁর চুলের এমন গোছের জন্য তিনি কৃতিত্ব দিতে চান তাঁর জিনকেই, তবু তাঁর কেশচর্চার টোটকা প্রয়োগ করে আপনিও হয়তো লাভবান হতে পারেন, কে জানে!
ঝলমলে এই চুলের নেপথ্যে ৫ ধাপ বা ১০ ধাপের বাহুল্য নেই। অতি সরল ও সহজ পদ্ধতিতেই নিজের চুলের যত্ন নেন ধনশ্রী। তাঁর কথায়, ‘‘আমার মনে হয়, যত বেশি বাজারজাত পণ্য প্রয়োগ করব, তত বেশি রাসায়নিকের সংস্পর্শে আসবে আমার মাথার ত্বক ও চুল। আমার ধারণা, সেটা কারও চুলের জন্যই ভাল হতে পারে না। তাই আমি কেবল একটি শ্যাম্পু এবং একটি কন্ডিশনারের উপর নির্ভর করে চলি।’’ মুম্বইয়ে থাকার দরুন প্রবল আর্দ্রতার মাঝে থাকতে হয়। তাই ধনশ্রী মনে করেন, নিজের জন্য সঠিক শ্যাম্পু বেছে নেওয়াই আসল কাজ। অতিরিক্ত আর্দ্রতাও আবার চুলের জন্য ভাল নয়।
শৈশব থেকে মায়ের পরামর্শ মেনেই কেশচর্চা করেন ধনশ্রী। আজও তাঁর সেই একই অভ্যাস রয়ে গিয়েছে। তাঁর মা তাঁকে ছোটবেলায় বলতেন, চুলে তেল মেখে আলগা বিনুনি করে রাতভর রেখে দিতেন। এতে চুলে ভাঙন কম ধরে। নরম ও সুরক্ষিত থাকে চুল। এখনও তা মেনে চলেন ধনশ্রী। সাধারণত সপ্তাহে দু’বারের বেশি চুলে শ্যাম্পু করেন না তিনি।
চিকিৎসকদের মতে, দামি ব্র্যান্ড নয়, বরং কোন শ্যাম্পু বা কন্ডিশনার আপনার মাথার ত্বক ও চুলের ধরন অনুযায়ী মানানসই, সেটা বুঝে নেওয়াটাই সবচেয়ে বেশি জরুরি। নিয়মিত তেল দেওয়া, সঠিক পণ্য ব্যবহার আর সামান্য যত্নেই চুল থাকতে পারে দীর্ঘদিন স্বাস্থ্যকর ও উজ্জ্বল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।