ক্রিকেট বিশ্বকাপের আবহে নতুন বাইক কিনলেন ধোনি

ধোনির নতুন বাইক

স্পোর্টস ডেস্ক : ভারতে অনুষ্ঠিত হচ্ছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ। তাই দেশটিতে উন্মাদনা কিছুটা বেশিই। বিশ্বকাপের এই আবহে মাহেন্দ্র সিং ধোনি ঘরে আনলেন নতুন মডেলের মোটরসাইকেল। ভারতীয় ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ী এই সাবেক ক্যাপ্টেন কিনেছেন জাওয়া ৪২ ববার মডেল। এটি একটি কাস্টমাইজড মোটরসাইকেল।

ধোনির নতুন বাইক

অনেকেরই জানা আছে ধোনি একজন মোটরসাইকেল সংগ্রাহক। তার গ্যারেজে রয়েছে অসংখ্য ব্র্যান্ডের নানা মডেলের বাইক। তার গ্যারেজে রয়েছে অসংখ্য ক্লাসিক মোটরসাইকেল। যার মধ্যে রয়েছে কিছু ভিন্টেজ বাইকও। এবার সেই তালিকায় যোগ হলো কাস্টমাইজ করা জাওয়া ৪২ ববার। বটেল গ্রিন রংয়ের এই বাইকে ধোনির সেই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

ধোনির নতুন বাইক2

ভারতে এই মুহূর্তে জমে উঠেছে ক্রিকেট বিশ্বকাপ। সেমিফাইনালে জায়গা করে নিয়েছে টিম ইন্ডিয়া। সেই আবহে দারুণ বাইক কিনে নজর কাড়লেন বিশ্বকাপজয়ী অধিনায়ক এমএস ধোনি। ক্যাপ্টেন কুলের গ্যারাজে রয়েছে একাধিক টপ-নচ মেশিন। ভিন্টেজ হার্লে-ডেভিডসন থেকে রোডস্টার বাইক সবই জায়গা করে নিয়েছে তার গ্যারাজে।

এবার সেই তালিকায় যোগ হল কাস্টমাইজ করা জাওয়া ৪২ ববার। আমরা সবাই জানি, ধোনি আদ্যোপান্ত একজন বাইক-প্রেমী। সম্প্রতি যে মোটরসাইকেলটি কিনেছেন তা একটি ত্রুজার মোটরবাইক। বটেল গ্রিন রংয়ের পেইন্ট স্কিম থাকায় বেশ নান্দনিক লুক দিয়েছে এই বাইকে।

ধোনির নতুন বাইক1

জানা গিয়েছে, মহেন্দ্র সিং ধোনি যে জাওয়া ৪২ ববার কিনেছেন তার দাম ভারতে ২ লাখ ২৫ হাজার রুপি। এটি একটি সিঙ্গেল সিটার মোটরসাইকেল। হেডলাইটের হলুদ টোন ধোনির বাইকের অন্যতম আকর্ষণ। পাশাপাশি হ্যান্ডেলবারও কাস্টমাইজেবেল।

অপারেশনের পর হাসপাতালেই মারা গেলেন অভিনেত্রী লুয়ানা

ইঞ্জিনের ক্ষেত্রে রয়েছে ৩৩৪ সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলড যা সর্বোচ্চ ২৯.৫ হর্সপাওয়ার এবং ৩২.৭৪ এনএম টর্ক তৈরি করতে পারে সঙ্গে রয়েছে ৬ স্পিড গিয়ারবক্স। মোটরবাইকের সামনে রয়েছে ৩৫ মিলিমিটার টেলিস্কপিক ফ্রন্ট ফর্ক এবং গ্যাস ফিল মনোশক সাসপেনশন। বাইকের দুই চাকাতেই উপস্থিত ডিস্ক ব্রেক এবং ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম।