স্পোর্টস ডেস্ক : মহেন্দ্র সিংহ ধোনির বাড়িতে একাধিক পোষ্য। কুকুর, ঘোড়া, পাখির সঙ্গে সেই তালিকায় এ বার যোগ হল ছাগল। নেটমাধ্যমে সাদা ছাগলের ছবি পোস্ট করে সেই খবর জানালেন ধোনির স্ত্রী সাক্ষী।
সাক্ষীর পোস্ট করা ভিডিয়োতে দেখা যাচ্ছে দু’টি ছাগল বাগানে ঘুরে বেড়াচ্ছে। ধোনির খামার বাড়িও রয়েছে। সেখানে আছে প্রচুর মুরগি। বিশেষ ধরনের সেই মুরগি পাওয়া যায় মধ্যপ্রদেশে। সেখান থেকেই আনা হয় ওই কড়কনাথ মুরগি।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এখন শুধু আইপিএল খেলেন ধোনি। এ বারের আইপিএলের আগে চেন্নাই দলের নেতৃত্ব ছেড়ে দিয়েছিলেন তিনি। রবীন্দ্র জাডেজা শুরুর বেশ কিছু ম্যাচে নেতৃত্ব দিলেও, মাঝ পথে ছেড়ে দেন। ফের ধোনির হাতেই অধিনায়কত্ব তুলে দেয় চেন্নাই। তাতেও প্লে-অফে ওঠা সম্ভব হয়নি ধোনিদের পক্ষে।
পরের বছরও যে তিনি খেলবেন তা জানিয়ে দিয়েছেন ধোনি। আইপিএলে চেন্নাইয়ের শেষ ম্যাচে ধোনি বলেন, “পরের মরসুমেও খেলব। চেন্নাইয়ের দর্শকদের ধন্যবাদ না জানিয়ে বিদায় নেওয়া উচিত হবে না।”
ভারতের ধোনি শেষ ম্যাচ খেলেন ২০১৯ সালে। এক দিনের বিশ্বকাপের সেমিফাইনালে শেষ খেলেছিলেন তিনি। পরের বছর কোনও ম্যাচ না খেলেই নেটমাধ্যমে জানিয়ে দেন তাঁর অবসরের কথা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।