আন্তর্জাতিক ডেস্ক : ভারতে দেয়াল ধসে অন্তত ৯ শিশু নিহত হয়েছেন। দেশটির মধ্যপ্রদেশ রাজ্যের সাগর জেলায় রোববার (০৪ আগস্ট) এ ঘটনা ঘটেছে। জেলার শাহপুর গ্রামে ধর্মীয় এক অনুষ্ঠান চলাকালে দেয়াল ধসের ওই ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
সরকারি কর্মকর্তাদের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, রবিবার সকালের দিকে সাগর জেলার শাহপুর গ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠান চলছিল। তখন দেয়াল ধসে ৯ শিশু নিহত হন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। আহত শিশুদের উদ্ধারের পর স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় প্রশাসন বলেছে, শিশুরা মন্দিরের ধর্মীয় অনুষ্ঠানের অংশ হিসেবে শিবলিঙ্গ তৈরি করার সময় মন্দিরের পাশের একটি বাড়ির দেয়াল তাদের ওপর ধসে পড়ে। প্রায় ৫০ বছরের পুরনো ওই বাড়িটি প্রবল বৃষ্টিতে ভেসে গেছে।
প্রাণঘাতী এই দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের সহায়তায় পুলিশ উদ্ধার কাজ পরিচালনা করে। প্রচার হওয়া দুর্ঘটনার ছবি ও ভিডিওতে দেখা যায়, দেয়াল ধসের পর ধ্বংসস্তূপ অপসারণের কাজ করা হচ্ছে। জেলার কর্মকর্তারা বলেছেন, দুর্ঘটনায় হতাহত শিশুরা ১০ থেকে ১৫ বছর বয়সী।
এ ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেন, তিনি এই ঘটনায় অত্যন্ত মর্মাহত। আমি আশা করি আহতরা শিগগিরই সুস্থ হয়ে উঠবে। যারা সন্তানদের হারিয়েছে তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা। সরকার নিহত প্রত্যেকের পরিবারকে চার লাখ রুপি করে সহায়তা দেবে বলে জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।