স্পোর্টস ডেস্ক : সম্প্রতি শচীন টেন্ডুলকারের পুত্র অর্জুন টেন্ডুলকারের সাথে নৈশভোজে গিয়ে সংবাদ শিরোনামে উঠে এসেছেন ড্যানিয়েলে ওয়াট। রেস্টুরেন্টে নিজেদের তোলা ছবি টুইটারে পোস্ট করেছেন তিনি।
ক্রিকেটের প্রাঙ্গণে শচীন পুত্র অর্জুন টেন্ডুলকারের ব্যর্থতা এমনিতেই তাকে সংবাদ শিরোনামের শীর্ষস্থানে জায়গা দিয়েছে। তবে এবার এক মহিলা ক্রিকেটারের সাথে নৈশ ভোজনে অংশগ্রহণ করে রীতিমতো ভাইরাল হয়ে পড়েছেন অর্জুন টেন্ডুলকার। বিভিন্ন মাধ্যমে ধারণা করা হচ্ছে, সুন্দরী ওই মহিলা ক্রিকেটারের সঙ্গে মধুর সম্পর্কে জড়িয়েছেন শচীন পুত্র। তবে সংবাদের সত্যতা যাচাই করেনি কোন সংবাদ মাধ্যম।
২০১৪ সালে বিরাট কোহলিকে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে রীতিমত ভাইরাল হয়েছিলেন ইংল্যান্ডের নারী ক্রিকেটার ড্যানিয়েলে ওয়াট। এবার সেই সুন্দরী ক্রিকেটারের সঙ্গে নাম জড়িয়েছে অর্জুন টেন্ডুলকারের।
২০১৪ সালে যখন বিরাট কোহলি নিজের ক্যারিয়ারের সেরা সময় অবিবাহিত করছিলেন তখন তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ড্যানিয়েলে ওয়াট। টুইট মাধ্যমে বিরাটকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তিনি। সেই প্রস্তাবে কর্ণপাত করেননি বিরাট কোহলি।
ড্যানিয়েলে ওয়াটের ছোট্ট সেই টুইট জায়গা করে নিয়েছিল সংবাদ শিরোনামে। যদিও পরে তিনি জানান, মজার ছলে তিনি এই টুইট করেছিলেন। তবে এই তুই যে এতটা ভাইরাল হবে তা তিনি কল্পনাও করেননি। এরপর অবশ্য এই ইংলিশ ক্রিকেটার সংবাদ শিরোনামের অন্তরালে চলে যান। অন্যদিকে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি দীর্ঘদিনের বন্ধু অনুষ্কা শর্মার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
তবে সম্প্রতি শচীন টেন্ডুলকারের পুত্র অর্জুন টেন্ডুলকারের সাথে নৈশভোজে গিয়ে সংবাদ শিরোনামে উঠে এসেছেন ড্যানিয়েলে ওয়াট। রেস্টুরেন্টে নিজেদের তোলা ছবি টুইটারে পোস্ট করেছেন তিনি। আর এর পরেই নানা ধরনের জল্পনা শুরু হয়েছে। তবে আপনাদের জানিয়ে রাখি, ২০০৯ সালে যখন অর্জুন টেন্ডুলকারের সাথে তার প্রথম দেখা হয়েছিল তখন অর্জুনের বয়স ছিল মাত্র ১০। জাতীয় দলের প্রাক্টিস সেশনে অর্জুনের সাথে প্রথমবার দেখা হয়েছিল ড্যানিয়েলে ওয়াটের।
বয়সে অর্জুন টেন্ডুলকার অনেকটা ছোট হলেও ড্যানিয়েলে ওয়াটের সঙ্গে তার আবেগঘন মুহূর্তের ছবিকে সম্ভাবনার বাইরে রাখতে নারাজ নেট প্রেমিরা। যদি ড্যানিয়েলে ওয়াটের সঙ্গে কোনো রকম সম্পর্ক নাই থাকে তবে কেন এক সঙ্গে ডিনার করতে যাওয়া?
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।