জুমবাংলা ডেস্ক : ‘বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে’ সুরের এমন অবগাহনে প্রকৃতিতে আগমন ঘটেছে ঋতুরাজ বসন্তের। ক্যালেন্ডারের পাতায় আজ যেমন ফাল্গুনের ১ তারিখ, তেমনি আবার বিশ্ব ভালোবাসা দিবসও। সব মিলিয়ে প্রাণে প্রাণ মেলানোর উৎসব আজ। দিনটি উদযাপনে বরাবরের মতো এবারও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগ ও অনুষদ আয়োজন করে দিনব্যাপী উৎসব। মতিহারের সবুজ চত্বর সেজেছে রংবেরঙের সাজে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা যখন তাদের প্রিয়জনের সঙ্গে ভালোবাসা বিনিময়ে ব্যস্ত তখন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের কয়েকজন শিক্ষার্থী স্থাপন করেছে ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত। বান্ধবীকে বাঁচাতে ভালোবাসা দিবসে তারা ফুল বিক্রি করছেন।
খোঁজ নিয়ে জানা যায়, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০-২১ সেশনের শিক্ষার্থী খাদিজা জাকির প্রীতির দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস রোগে আক্রান্ত। তার বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার নাগরপুর গ্রামে। বাবার মো. জাকির হোসেন এবং মা ফরিদা আক্তারের দুই কন্যার মধ্যে প্রীতি বড়। কয়েক মাস আগে প্রীতির লিভার সিরোসিস জটিল রোগে আক্রান্ত। তার সুস্থতার জন্য প্রয়োজন লিভার ট্রান্সপ্লান্ট অপারেশন। এই চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় পরিবারের পক্ষে তা বহন করা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীরা অর্থ সংগ্রহের জন্য এই অভিনব কৌশল হাতে নিয়েছেন।
মঙ্গলবার দুপুরে সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের দক্ষিণ-পশ্চিম পাশে ‘প্রীতির জন্য ভালোবাসা’ লিখা সংবলিত একটি ব্যানার টাঙিয়ে ফুল বিক্রি করছেন কয়েকজন শিক্ষার্থী।
সেখানে কথা হয় প্রীতির সহপাঠী নওশীন ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘আমরা অনেক সাহায্য পেয়েছি, তবে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। আজ বিশ্ব ভালোবাসা দিবসে প্রীতিকে সাহায্য করতে আমরা ফুল বিক্রির উদ্যোগ নিয়েছি। এখান থেকে প্রাপ্ত সম্পূর্ণ টাকা প্রীতির চিকিৎসায় ব্যয় করা হবে।’ তিনি সবাইকে তাদের কাছ থেকে ফুল কিনে, প্রীতির চিকিৎসায় সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানান।
একই বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিফতাউল জান্নাত জ্যোতি বলেন, ‘প্রীতির চিকিৎসায় জন্য যে টাকা লাগবে, তার পরিবারের পক্ষে সে টাকার ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না। তাই আমরা যতটুকু পারি, তাকে সাহায্য করার চেষ্টা করছি। আপনারা সরাসরি এসে ফুল কিনতে না পারলে, বিকাশে/নগদে টাকা পাঠিয়ে সাহায্য করতে পারেন।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।