দিল্লি এখন দুষ্কৃতীদের রাজধানীতে পরিণত হয়েছে: অরবিন্দ কেজরিওয়াল

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের দিল্লিতে বিধানসভা ভোটের আগে ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি’ নিয়ে সরব হলেন সে রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির (আপ) সভাপতি অরবিন্দ কেজরিওয়াল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পাঠানো চিঠিতে তিনি লিখেছেন, ‘দিল্লি এখন দুষ্কৃতীদের রাজধানীতে পরিণত হয়েছে।’

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন থেকে জানা গেছে, ‘জাতীয় রাজধানী অঞ্চল’ দিল্লির আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বপ্রাপ্ত পুলিশ বাহিনী সেখানকার আপ সরকারের নিয়ন্ত্রণে নয়।

অমিত শাহের মন্ত্রণালয়ের হাতেই রয়েছে দিল্লি পুলিশের ভার। বিধানসভা ভোটের আগে তাই বিষয়টি নিয়ে কেজরি কেন্দ্রীয় সরকার তথা বিজেপির ওপর চাপ বাড়াতে সক্রিয় হয়েছেন বলে মনে করা হচ্ছে।

‘বেশি দরদ লাগলে হাসিনাকে ভারতের কোনো প্রদেশের মুখ্যমন্ত্রী করুন’

আগামী ফেব্রুয়ারিতে দিল্লিতে বিধানসভা ভোট হতে পারে। সে ক্ষেত্রে চলতি মাসেই নির্বাচন কমিশন প্রকাশ করতে পারে সময়সূচী। এই আবহে শনিবার কেজরি বলেন, ‘দেশের ১৯টি বড় শহরের মধ্যে দিল্লিতে নারীদের বিরুদ্ধে অপরাধ ও খুনের সংখ্যা সবচেয়ে বেশি। তোলাবাজচক্র সক্রিয়। শিক্ষা প্রতিষ্ঠান ও বিমানবন্দরে বোমার হুমকি, মাদকসংক্রান্ত অপরাধ দিল্লিতে ৩৫০ গুণ বেড়েছে। দিল্লির বাসিন্দারা তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।’