নিজ বাড়িতে হামলার শিকার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আর হাসপাতালে নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীকে।
বুধবার (২০ আগস্ট) সকালে মুখ্যমন্ত্রীর বাসভবনে সাপ্তাহিক ‘জনশুনানি’ চলাকালে এ ঘটনা ঘটে। খবর এএনআইয়ের।
দেশটির গণমাধ্যমে ঘটনার বর্ণনার বিষয়ে বলা হয়, হঠাৎ এক যুবক রেখার বাসভবনে ঢুকে একটি কাগজ দেওয়ার নাম করে মুখ্যমন্ত্রীর দিকে এগিয়ে যান। এরপরেই ওই যুবক চিৎকার করে গালিগালাজ করতে শুরু করেন। তারপর তার চুলের মুঠি ধরেন এবং থাপ্পড় দেন। সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীরা তাকে আটক করে। পরে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে সিভিল লাইন্স স্টেশনে নিয়ে যায়। আর রেখা গুপ্তাকে নেওয়া হয় হাসপাতালে।
তবে কেউ কেউ বলছেন অভিযুক্ত এক নারী এবং সে পাথর ছুড়ে মেরেছে। তার কাছে আদালত সম্পর্কিত কিছু নথি পাওয়া গেছে। তাকে হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। মুখ্যমন্ত্রীর বাসভবনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
দিল্লি বিজেপির প্রধান বীরেন্দ্র এ ঘটনার তীব্র নিন্দা করেছেন। তিনি বলেন, “জনশুনানির সময় এক যুবক রেখার কাছে এসে কিছু কাগজপত্র দেখান। এর পরেই তিনি মুখ্যমন্ত্রীর হাত টেনে ধরেন। হাতাহাতিও হয়। সে সময় একটি টেবিলে ধাক্কা লাগে।” তবে চড় মারা কিংবা পাথর ছোড়ার অভিযোগ উড়িয়ে দিয়েছেন তিনি।
বাসভবনে রেখা গুপ্তার ওপর হামলার বিষয়ে দিল্লির কংগ্রেস সভাপতি দেবেন্দ্র যাদব বলেন, “এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। মুখ্যমন্ত্রী পুরো দিল্লির নেতৃত্ব দেন৷ আমি মনে করি যে এই ধরনের ঘটনা কখনও কাম্য নয়। কিন্তু এই ঘটনা নারী নিরাপত্তার দিক থেকে উদ্বেগজনক।”
তার প্রশ্ন, “দিল্লির মুখ্যমন্ত্রী যদি নিরাপদ না হন, তাহলে একজন সাধারণ পুরুষ বা একজন সাধারণ নারী কীভাবে নিরাপদ থাকবেন?”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।