ভারতকে শাস্তি দিলো আইসিসি

স্পোর্টস ডেস্ক: ভারতকে শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ভয়ানক ঘূর্ণি পিচ বানানোর দায়ে ভারতের বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামকে ‘গড়পড়তার নিচে’ রেটিং দিয়েছে আইসিসি। এমন ভয়াবহ ঘূর্ণি উইকেটে মাত্র আড়াই দিনে শেষ হয়ে গিয়েছিল বেঙ্গালুরু টেস্ট। ভারত জয় পেয়েছে ২৩৮ রানের বড় ব্যবধানে।

ফাইল ছবি

দিবা-রাত্রির ওই টেস্টের প্রথম দিন থেকেই বেঙ্গালুরুর উইকেট নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছিল।

প্রথম দিনেই দুই দলের ১৬ উইকেটের পতন হয়। এর ৯টি নিয়েছেন স্পিনাররা। খেলা শেষে আইসিসির ম্যাচ রেফারি ও সাবেক ভারতীয় পেসার জাভাগাল শ্রীনাথ এমন পিচকে ‘গড়পড়তার নিচে’ রেটিং দিয়ে আইসিসির কাছে প্রতিবেদন দেন। সেই প্রতিবেদনের প্রেক্ষিতে বেঙ্গালুরুর ভেন্যুটি একটি ডিমেরিট পয়েন্ট পাচ্ছে।

প্রতিবেদনে শ্রীনাথ লিখেছেন, ‘প্রথম দিনেই পিচে অনেক ঘূর্ণি ছিল। যদিও আমার চোখে সেশন যত গড়িয়েছে, পিচের মান তত ভালো হয়েছে, তবে ব্যাট ও বলের লড়াইয়ে সমতা থাকেনি। ’

উল্লেখ্য, আইসিসির আইন অনুযায়ী একটি ডিমেরিট পয়েন্ট পাঁচ বছর পর্যন্ত কার্যকর থাকবে। ওই সময়ের মাঝে যদি কোনো ভেন্যু পাঁচটি ডিমেরিট পয়েন্ট পায়, তাহলে পরবর্তী ১২ মাস সেখানে কোনো আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা যাবে না।