লাইফস্টাইল ডেস্ক : সুস্থ থাকতে খাদ্য তালিকায় বাদাম ও বীজজাতীয় খাবার রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এগুলো নিয়মিত খেলে হৃদরোগের ঝুঁকি কমে। সকালের নাস্তায় বাদাম রাখতে পারেন, আবার স্ন্যাকস হিসেবে বিকেলেও খেতে পারেন স্বাস্থ্যকর কাঠবাদাম। গবেষণা বলছে, বাদাম শরীরের এলডিএল (ক্ষতিকর কোলেস্টেরল)- এর মাত্রা কমিয়ে দেয়। তবে অতিরিক্ত খেলে কিন্তু বাড়তি ক্যালোরি উল্টো ক্ষতির কারণ হতে পারে।
কাঠবাদামে কোন কোন পুষ্টি উপাদান মেলে?
২৮ গ্রাম বা ২৩টি কাঠবাদামে রয়েছে-
ক্যালোরি: ১৬০
প্রোটিন: ৬ গ্রাম
স্বাস্থ্যকর চর্বি: ১৪ গ্রাম (৯ গ্রাম মনোস্যাচুরেটেড, ৩ গ্রাম পলিআনস্যাচুরেটেড)
ফাইবার: ৩.৫ গ্রাম
কার্বোহাইড্রেট: ৬ গ্রাম
ভিটামিন ই: ৭.৩ মিলিগ্রাম
ম্যাগনেসিয়াম: ৭৬ মিলিগ্রাম
ক্যালসিয়াম: ৭৬ মিলিগ্রাম
আয়রন: ১ মিলিগ্রাম
বাদাম অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ। এর বাদামী ত্বকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট মেলে যা অক্সিডেটিভ স্ট্রেস এবং প্রদাহের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে।
দিনে কতগুলো বাদাম খাওয়া স্বাস্থ্যকর?
সারাদিনের শক্তি বাড়াতে এক মুঠো বাদামই যথেষ্ট। এক মুঠো বাদাম মোটামুটি ৭-৮টির মতো হবে। খাওয়ার আগে পানি বা দুধে ভিজিয়ে রেখে খান বাদাম। বাদাম ভিজিয়ে রেখে খেলে পুষ্টিমান বাড়ে এবং সহজে হজম হয়। কাঠবাদামে ফাইটিক অ্যাসিড এবং এনজাইম ইনহিবিটর নামে পরিচিত প্রাকৃতিক পদার্থ থাকে, যা পুষ্টি শোষণে সহায়তা করে। বাদাম ভিজিয়ে রাখলে হজমে সহায়তাকারী এনজাইমগুলো সক্রিয় হয়।
কখন খাবেন বাদাম?
সকালে বাদাম খেতে পারেন। সারাদিনের শক্তি জোগাবে এগুলো। সকালের নাস্তাকে আরও পুষ্টিকর করতে সিরিয়াল, ওটস বা স্মুদির সঙ্গে মিশিয়ে খান কাঠবাদাম।
-
ওয়ার্কআউটের আগে দ্রুত শক্তির উৎস হিসেবে বাদাম খেতে পারেন। ব্যায়ামের পর দইয়ের সঙ্গে মিশিয়ে খান বাদাম।
ক্ষুধা নিবারণ করতে এবং অতিরিক্ত খাওয়া এড়াতে স্বাস্থ্যকর স্ন্যাকস হিসেবে এক মুঠো বাদাম খান।
রাতে বাদাম খেলে ঘুম ভালো হবে। কারণ এতে ম্যাগনেসিয়াম থাকে, যা অনিদ্রা কমায়।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।