দীপিকার হাত সহজেই ছাড়ছেন না শাহরুখ

শাহরুখ ও দীপিকা

বিনোদন ডেস্ক : ‘পাঠান’-এর পর ফের ‘জওয়ান’ ছবিতে শাহরুখের সঙ্গে বিশেষ চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। বক্স অফিসে চার বছর হিটের মুখ না দেখার পর ‘পাঠান’-এ দীপিকা পাড়ুকোনকে সঙ্গী করে ‘রাজা’র আসন ফিরে পেয়েছেন শাহরুখ খান।

শাহরুখ ও দীপিকা

সে কারণেই হয়তো আর দীপিকার হাত ছাড়তে চাইছেন না বলিউডের বাদশা। ‘পাঠান’-এর পর শাহরুখের নতুন ছবি ‘জওয়ান’ নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। সে ছবিতে শাহরুখের সঙ্গে বিশেষ চরিত্রে দেখা যাবে সঞ্জয় দত্ত-কে।

কিন্তু এ খবর ছড়িয়ে পরার পর সিনেমাপ্রেমীরা যতটা আগ্রহ দেখিয়েছিলেন, তারচেয়ে আগ্রহ দ্বিগুণ হলো মঙ্গলবার, যখন খবর এলো, শাহরুখের সঙ্গে অল্প সময় হলেও ‘জওয়ান’-এ থাকছেন দীপিকা। আগামী ২৭-২৮ তারিখ নায়িকা নাকি ‘জওয়ান’-এর জন্য শুটিং করবেন। দীপিকার বলিউডে প্রবেশ শাহরুখ খানের হাত ধরেই।

জুটি বেঁধে শাহরুখ-দীপিকা একাধিক ব্লকবাস্টার ছবি করেছেন। এ দিকে আজ ওটিটি-তে আসছে ‘পাঠান’। ছবিটি সিনেমা হলে ৫০ দিন চলেছে। ছবি মুক্তির আগে নানাবিধ বিতর্কের চোটে কিছু দৃশ্য বাদ দেওয়া হয়েছিল। সে সব দৃশ্য ওটিটি প্ল্যাটফর্মে দেখা যেতে পারে, তা নিয়েও উত্তেজনার পারদ চড়ছে।

‘জওয়ান’ কবে মুক্তি পাবে, তা নিয়েও জল্পনা তুঙ্গে। বছরের শুরুতে ‘পাঠান’ মুক্তির পর জুন মাসে শাহরুখের ‘জওয়ান’ মুক্তি পাবে, তেমন ঠিক ছিল। আবার রাজকুমার হিরানি পরিচালিত ‘ডাঙ্কি’ মুক্তি পাবে বড়দিনে, সেটাও ঘোষণা হয়ে গিয়েছিল। কিন্তু এই মুহূর্তে চর্চা, জুন মাসে মুক্তি পাবে না ‘জওয়ান’। তবে কি ছবিটি অক্টোবর মাসে মুক্তি পাবে?

দুধের কোনো উপাদান ছাড়াই তৈরি হচ্ছে ঘি

কিন্তু নভেম্বরে ‘টাইগার’ সিরিজের ছবি নিয়ে আসছেন সলমন খান। তাই সে ছবির গায়ে-গায়ে ছবি আনবেন না শাহরুখ খান, এমনটাও আঁচ করছেন সিনেমা ব্যবসা বিশেষজ্ঞরা। আবার কিছু সিনেমাপ্রেমী মনে করছেন, ‘জওয়ান’ যদি বড়দিনে মুক্তি পায়, তবে ‘ডাঙ্কি’ ছবি দেখতে আগামী বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। মোটের উপর, শাহরুখ খানের আগামী ছবি কবে দেখা যাবে, তার জন্য অপেক্ষা শুরু হয়ে গিয়েছে। আর সেখানে দীপিকার হাত শাহরুখের হাতটি ধরে রাখলে সোনায় সোহাগা! – অন্য সময়