স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হয় লুসাইল স্টেডিয়ামে। ১৮ ডিসেম্বর ফাইনালের এই দিনটিতে মাঠের অস্থায়ী মঞ্চে বিশ্বকাপ ট্রফির পর্দা উন্মোচন করেন দীপিকা পাড়ুকোন। কিন্তু তাকেই কেন বেছে নিল ফিফা কর্তৃপক্ষ?
বিশ্বকাপ ফুটবলে খেলার মাঠে ভারত খেলার সুযোগ না পেলেও এবারের বিশ্বকাপ ফুটবল ভারতের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে।
কেননা এবারের কাতারের ফুটবল বিশ্বকাপে ছিল ভারতীয় অভিনেত্রীদের জয়-জয়কার। প্রথমদিকে ভারতীয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহিকে দর্শকরা দেখতে পেয়েছিল এ বছরের ফুটবল বিশ্বকাপের থিম সং লাইট দ্য স্কাইতে। এরপর জমকালো ফাইনালের আসরে দ্যুতি ছড়ান ভারতের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।
ফিফায় ভারতীয়দের এমন গুরুত্বপূর্ণ অংশগ্রহণে দেশটির সরকারপ্রধান আশা করছেন ভবিষ্যতের ফুটবল বিশ্বকাপে ভারতও ফুটবল খেলার দ্যুতি ছড়াবে সারা বিশ্বে।
এদিকে রবিবার (১৮ ডিসেম্বর) ভারতীয় এবং আন্তর্জাতিক দিক থেকে প্রথম অভিনেত্রী হিসেবে ‘ওয়ার্ল্ড কাপ আনভেইল’ এর মতো সম্মানজনক দায়িত্ব পালন করেন দীপিকা।
ফিফা কর্তৃপক্ষ এ দায়িত্ব পালনের জন্য তাকেই মনোনীত করার অনেক কারণ ছিল। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এবং এই সময়ের বরাতে জানা যায়, শুধু বলিউডেই দীপিকার পরিচিতি আটকে নেই। তিনি হলিউডের সিনেমায় দক্ষতার সঙ্গে অভিনয় করে অনেকের প্রশংসা কুড়িয়েছেন।
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুরিদের তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে বিচারক হয়ে ভারতের প্রতিনিধি হিসেবে গিয়েছিলেন দীপিকা। সম্প্রতি ‘গোল্ডেন রেশিও অফ বিউটি’র পক্ষে সেরা ১০ সুন্দরীদের তালিকায় উঠে এসেছিল দীপিকার নাম। একমাত্র ভারতীয় অভিনেত্রী হিসেবে এই অনন্য কীর্তি স্থাপন করেছেন।
শুধু তাই নয়, বলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী বর্তমানে ফরাসি ফ্যাশন ব্র্যান্ড Louis Vuitton এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আর এসব আন্তর্জাতিক অর্জনের জন্যই দীপিকা পেয়েছেন বিশ্বকাপ ট্রফির ওপর থেকে পর্দা সরানোর মতো সম্মানজনক দায়িত্ব।
এবারের বিশ্বকাপ ফুটবল ট্রফিটি ছিল ৬.১৭৫ কেজি ওজনের। ১৮ ক্যারেট সোনা এবং ম্যালেকাইট দিয়ে তৈরি এ ট্রফির যেন কোনো ক্ষতি না হয় তাই পর্দা উন্মোচনের আগে Louis Vuitton এর বিশেষ ব্যাগে করে কাতারের লুসেইল স্টেডিয়ামে নিয়ে আসা হয় ট্রফিটি। আর সে বিশেষ ব্যাগ থেকেই ট্রফিটি বের করেন ব্র্যান্ডটির অ্যাম্বাসেডর দীপিকা পাড়ুকোন এবং স্পেনের প্রাক্তন ফুটবলার ইকার ক্যাসিয়াস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।