মানিকগঞ্জ প্রতিনিধি : আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে মানিকগঞ্জের সিংগাইরে বীর মুক্তিযোদ্ধা মরহুম সামসুল হক স্মৃতি মেধা বৃত্তি ফাউন্ডেশন ও মর্নিং গ্লোরি মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এছাড়া গুণীজনদের সম্মাননা পদক ও সংবর্ধনা প্রদান করা হয়। সামসুল হক স্মৃতি মেধা বৃত্তি ফাউন্ডেশন ও মর্নিং গ্লোরি মডেল স্কুলের যৌথ উদ্যোগে গত শুক্রবার বিকেলে উপজেলার ধল্লা বাজার রোডে অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠানটির মাঠে এই অনুষ্ঠান হয়।
এদিন বিকেল সাড়ে ৩ টার দিকে মর্নিং গ্লোরি মডেল স্কুলের ধর্মীয় শিক্ষক মাওলানা বোরহান উদ্দিনের কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর শান্তির পায়রা উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: জামাল উদ্দিন সরকার। পরে সকল অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন মর্নিং গ্লোরি মডেল স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা।
মরহুম সামসুল হক স্মৃতি মেধা বৃত্তি ফাউন্ডেশনের আহ্বায়ক আব্দুল আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব মো: কামাল উদ্দিন বিশ্বাস, স্থানীয় সরকার সংস্কার কমিশনের সদস্য অ্যাডভোকেট আব্দুর রহমান, সরকারি দেবন্দ্র কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম, সুপ্রীম কোর্টের আইনজীবি অ্যাডভোকেট মো: নুরুল ইসলাম ও বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের ডেপুটি জেনারেল ম্যানেজার আবু বকর সিদ্দিক খান, ঢাকা মেট্রোপলিটনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো: খলিলুর রহমান ও মানিকগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারি পরিচালক মো: মাজহারুল ইসলাম প্রমূখ।
এছাড়া মোহনা টেলিভিশনের সংবাদ উপস্থাপিকা তাবশিরা লিজা ও আবৃত্তিকার সামসুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঢাকা কর অঞ্চল-৮ এর অতিরিক্ত কর কমিশনার মোহাম্মদ মাসুম বিল্লাহ।
পুরুস্কার বিতরণ ও সংবর্ধনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতি সন্ধায় গান পরিবেশন করেন কণ্ঠশিল্পীরা।
উল্লেখ্য: এবার বীর মুক্তিযোদ্ধা মরহুম সামসুল হক স্মৃতি মেধা বৃত্তি ফাউন্ডেশন থেকে ৪১ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান, ধল্লা ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ৫ জন শিক্ষকককে সম্মাননা পদক ও সিংগাইর উপজেলার কৃতি সন্তান মো: কামাল উদ্দিন বিশ্বাস অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি পাওয়ায় তাকে সংবর্ধনা প্রদান করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।