স্পোর্টস ডেস্ক : সময়ের অন্যতম সেরা টেনিস তারকা বলে কথা। রেকর্ড ২৪টি গ্র্যান্ড স্ল্যাম নোভাক জোকোভিচের নামের পাশে। এমন তারকা চোখের সামনে থাকলে নিয়মের কঠিন বেড়াজালও ভক্তদের আটকে রাখতে পারেনি। সেখানে জোকোভিচ তো নিজে এগিয়ে এসেছেন অটোগ্রাফ দিতে। এমন সুযোগ কোন ভক্ত হাতছাড়া করতে চাই বলুন?
ইতালিয়ান ওপেনে খেলা দেখতে আসা জোকো ভক্তরাও পারেননি। অটোগ্রাফ দিতে আসা জোকোভিচকে মাথার ওপর থেকে ঘিরে ধরতে গিয়েছিলেন। আর তাতেই বেধে যায় বিপত্তি। ভক্তের পানির বোতল পড়ে যায় জোকোভিচের মাথায়। মুহূর্তেই মাটিতে মাথায় হাত দিয়ে ব্যথায় কাতরে উঠে মাটিতে বসে পড়েন জোকোভিচ। পরে যেতে হয়েছে হাসপাতালেও। তবে আশার কথা আঘাত খুব বেশি গুরুতর নয়।
এমন ঘটনার পর তাৎক্ষণিক ভাবে খতিয়ে দেখা হয়েছে বিষয়টি ইচ্ছাকৃতভাবে করা কি না। পড়ে অবশ্য দেখা গেছে এটি ইচ্ছাকৃত নয়। টেনিস তারকার অটোগ্রাফ নিতে আসা এক বালকের ব্যাগ থেকে নিচে পড়ে যায় বোতলটি। ওই বালক তখন জোকোভিচের ওপরের স্ট্যান্ডে ছিলেন। জোকোভিচের কাছে অটোগ্রাফ চেয়ে তাকে ডাকও দিয়েছিলেন। তখনই ঘটে ঘটনাটি। এ ঘটনায় পরে প্রয়োজনীয় মেডিক্যাল পরীক্ষা করা হয় তার এবং পরে তিনি হোটেলে ফিরে যান।
এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জোকোভিচ লিখেছেন, ‘উদ্বিগ্ন হয়ে যারা বার্তা দিয়েছেন, সবাইকে ধন্যবাদ। এটা একটা দুর্ঘটনা ছিল এবং আইসপ্যাক নিয়ে হোটেলে বিশ্রামের পর আমি এখন ভালো আছি। রোববার সবার সঙ্গে দেখা হবে।’
দুর্ঘটনার শিকার হওয়ার আগে অবশ্য ফ্রান্সের কোরেন্টিন মোটেটের বিপক্ষে ৬–৩ ও ৬–১ গেমে জয় পেয়েছেন জোকোভিচ। সব ঠিক থাকলে রোববার পরের রাউন্ডের ফের কোর্টে নামবেন জোকোভিচ। যেখানে এই সার্বিয়ান কিংবদন্তির প্রতিপক্ষ হবে আলেসান্দ্রো তাবিলো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।