জুমবাংলা ডেস্ক : অ্যান্ড্রয়েড ফোন বিক্রি করে দিয়ে সেই টাকা মসজিদে দান করেছেন সাদ্দাম হোসেন নামের এক ব্যক্তি। এখন থেকে তিনি আর অ্যান্ড্রয়েড ফোন চালাবেন না। বিষয়টি জানিয়েছেন শায়খ আহমাদুল্লাহ। নিজের ফেসবুক পেইজে এমন একটি পোস্ট দিয়ে বিষয়টি জানিয়েছেন তিনি।
আহমাদুল্লাহ বলেন, এন্ড্রোয়েড ফোন বিক্রির টাকা মসজিদ কমপ্লেক্সে দান করতে এসেছিলেন তিনি। নাম সাদ্দাম হোসেন। পেশায় সিকিউরিটি গার্ড।
তার এই গল্প বিশেষভাবে বলার কারণ—তিনি নিজের সঙ্গে অঙ্গীকার করেছেন, এখন থেকে আর এন্ড্রোয়েড ফোন ব্যবহার করবেন না। অঙ্গীকারকে আরো মজবুত করতে এন্ড্রোয়েড ফোন বিক্রির টাকা মসজিদ কমপ্লেক্সে দান করতে আসা তার।
এই সোশ্যাল মিডিয়ার যুগে এ ধরনের সিদ্ধান্ত দুঃসাহসই বলা যায়। আমরা সাদ্দাম হোসেনের উপলব্ধিকে স্বাগত জানাই।
এই পোস্টে নেটিজেনদের দুই ধরণের মন্তব্য পাওয়া গেছে। জুবায়ের নামে একজন লিখেছেন, মাশাআল্লাহ! বর্তমান যুগে অনেক টাকা দান করাও সম্ভব! কিন্তু উনার মতো এই কাজ করা প্রায় অসম্ভব! আল্লাহ সাদ্দাম ভাইকে উত্তম প্রতিদান দান করুন আমীন।
সাগর নামে আরেকজন লিখেছেন, মানুষের ব্রেইন এমনভাবে ওয়াশ করতাছেন,যার কিছু নাই,তার ফোন বেচেও আপনারা এসির বাতাস খাবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।