বাংলাদেশ কে বাংলাদেশ ভাবা দরকার, অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ভাববেন না : শেবাগ

শেবাগ

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে গতকাল ৭ উইকেটে হারের পর বাংলাদেশ দলকে নিয়ে তাচ্ছিল্য করেছেন বীরেন্দ্র শেবাগ। ভারতের সাবেক ওপেনার মন্তব্য করেছেন, বাংলাদেশ সাদামাটা একটি দল। মাঝেমধ্যে প্রত্যাশার চেয়ে বেশি খেলে। তাই তাঁর আহ্বান, বাংলাদেশকে অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডের মতো দলের কাতারে রাখবেন না।

শেবাগ

বৃহস্পতিবার ম্যাচের পর ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজের একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন শেবাগ। সেখান আলোচনার সময় বলেন, ‘এই বাংলাদেশ প্রত্যাশার চেয়ে কয়েকবার বেশি রান করে চমকে দিয়েছে। তবে আমি আজও বলি বাংলাদেশ বাংলাদেশই, তাদের অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা যেন না ভাবা হয়।’

গতকালের ম্যাচে আগে ব্যাট করে দারুণ শুরু করেছিল বাংলাদেশ।

উদ্বোধনী জুটিতে লিটন দাস ও তানজিদ হাসান তোলেন ৯৩ রান। এরপর মিডল অর্ডারের ধসে রান কোনো রকমে আড়াই শ (২৫৬) পার হয়। এ নিয়ে শেবাগ বলেন, ‘আমাদের অনুমান ছিল বাংলাদেশ ২৬০-২৬৫ রান করবে, সেটিই হয়েছে। আর এটা সাধারণ ক্রিকেট খেললেও হয়।

জুমার দিনে যে ৫ আমলে মিলবে জান্নাত

বাংলাদেশ দলের সামর্থ্যকেও প্রশ্নবিদ্ধ করে শেবাগ বলেন, ‘এটা তো বাংলাদেশই, আমরা অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের কথা বলছি নাকি? ওদের কাছে প্রত্যাশাই এমন, সেখানেই ওরা থাকবে।’