কৃষকের ২ হাজার ড্রাগন ফলের গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা

dragon

জুমবাংলা ডেস্ক : রাতের আধারে ঝিনাইদহে কামরুল লস্কার নামে এক কৃষকের প্রায় দুই হাজার ড্রাগন ফলের গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৫ মার্চ) উপজেলার মধুহাটি ইউনিয়েনের বেড়াশলা গ্রামে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের বেড়াশুলা গ্রামের মৃত তোয়াজ উদ্দীনের ছেলে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বেড়াশলা গ্রামে বিশাল এরিয়া জুড়ে দুই ভাইয়ের ড্রাগন বাগান। এর মধ্যে ৮০ শতক ড্রাগন বাগান কামরুল লস্কারের। ড্রাগন গাছগুলো দেখতে বেশ সতেজ। দূর থেকে দেখে বোঝার উপায় নেই যে গাছগুলো নীচ থেকে কাটা হয়েছে। ড্রাগন বাগানের ৮টি লাইনের অর্ধেক করে গাছের নীচ থেকে এক দেড় ফুট উঁচু করে কাটা হয়েছে। কেউ শত্রুতাবশত এই ক্ষতি করেছে বলে ধারণা করছে গ্রামবাসী। এতে কৃষকের ৩-৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ড্রাগন চাষি কামরুল লস্কার বলেন, ২ বছর আগে ৮০ শতক জমিতে প্রায় ৮ হাজার ড্রাগন ফলের চারা রোপণ করি। এর পেছনে আমার প্রায় ১৫-১৬ লাখ টাকা খরচ হয়েছে। শুক্রবার সকালে জমিতে এসে দেখতে পাই প্রায় ২ হাজারের বেশি গাছ কেটে ফেলা হয়েছে। গাছগুলোতে নতুন করে ফল ধরার সময় হয়েছিল। কেটে দেওয়া গাছগুলো থেকে শুধু একবার ফল বিক্রি করেছি। এতে আমার ৩-৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।

deagon

মধুহাটি ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা বলেন, ড্রাগন চাষি কামরুলের ড্রাগন বাগানের ৮টি লাইনের অর্ধেক করে ড্রাগন গাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। এ ড্রাগন গাছগুলো ভালোভাবে পরিচর্যা করতে পারলে হয়ত আগামী দুই বছর লাগবে এ পর্যায়ে ফিরে আসতে। তারপরও আমার কৃষি অফিসের মাধ্যমে ড্রাগনের প্রদর্শনী দেওয়া হয়। তাকে যেন অফিসে থেকে একটা প্রদর্শনী দেওয়া যায় সেই বিষয়ে ভাবা হচ্ছে। তবে তার যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি কোনোভাবেই কাটিয়ে ওঠা সম্ভব নয়। সূত্র : ঢাকা পোস্ট