সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জের সিংগাইরে ১৪ কেজি গাঁজাসহ মো. বুলেট নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৪ (সিপিসি-৩)।
বুধবার (২৭ আগস্ট) দুপুরে সিংগাইর পৌরসভার গোবিন্দল এলাকায় ওই মাদক ব্যবসায়ীর বসত বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. বুলেট (৪১) গোবিন্দল এলাকার মৃত তোতা মিয়া দেওয়ানের ছেলে।
র্যাব জানায়, মো. বুলেট একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে নিজ এলাকায় মাদক ব্যবসা করতো। সম্প্রতি আখাউড়া হতে গাঁজার একটি বড় চালান এনে নিজ বাড়ির আধাপাকা বসতঘর সংলগ্ন খড়ের পালার মধ্যে লুকিয়ে রাখে সে।। গোপন সংবাদের ভিত্তিতে বিসয়টি নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে বুলেটের স্বীকারোক্তি ও দেখানো মতে গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৪ এর কোম্পানী কমান্ডার এএসপি মাজহারুল হক বলেন, গ্রেফতারকৃত মো. বুলেট দীর্ঘদিন ধরে নিজ এলাকায় মাদক ব্যবসা করতো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার কাছ থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে এবং তাকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
উদ্ধারকৃত গাঁজাসহ মো. বুলেটকে সিংগাইর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদক বিরোধী আইনে মামলার প্রস্ততি চলছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।