বাড়িতে সিসি ক্যামেরা লাগিয়ে আলোচনায় মাদক ব্যবসায়ী

জুমবাংলা ডেস্ক : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় এক মাদক ব্যবসায়ী তার বাড়ির চারপাশে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা লাগিয়ে আলোচনায় এসেছেন। স্থানীয়দের সূত্রে জানা যায়, ২ যুগের অধিক সময় ধরে ওই পরিবার মাদক ব্যবসার সঙ্গে জড়িত। মূলত বাড়িতে পুলিশসহ অন্য আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আগে থেকে টের পেতে সিসি ক্যামেরা লাগানো হয়েছে বলে জানান তারা। যাতে ‘নিরাপদে’ মাদক ব্যবসা চালিয়ে যাওয়া যায়।

আলোচনায় আসা ওই মাদক ব্যবসায়ীর নাম আলী আশরাফ। এলাকায় ‘ইয়াবা আলী’ নামে পরিচিত এই মাদক ব্যবসায়ী। সরেজমিন দেখা যায়, বাড়ির প্রধান ফটকসহ ঘরের কোণায় মোট ৩টি সিসি ক্যামেরা লাগানো হয়েছে।

আগে মাদক ব্যবসা করলেও এখন আর এসবের সাথে জড়িত নেই বলে জানান আলীর আশরাফের পরিবারের একাধিক সদস্য। মাদক বিক্রির জন্য তাদের পরিবারের ৩ জন সদস্য বর্তমানে জেলহাজতে রয়েছেন। তাদের যেন কেউ হয়রানি করতে না পারে এবং সতর্ক অবস্থানে থাকতেই বাড়ির গেটসহ তিন জায়গায় সিসি ক্যামেরা লাগিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে বেলকুচি থানার ওসি আসলাম হোসেন জানান, কোনো মাদক বিক্রেতা তার বাড়িতে সিসি ক্যামেরা লাগিয়ে থাকলে সেখানে পুলিশের কিছু করার নেই।