আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে স্বাস্থ্য ব্যবস্থাপনায় (হেলথ সিস্টেম) কর্মরত নার্সদের জন্য প্রথমবারের মতো গোল্ডেন রেসিডেন্সি ভিসা দেয়ার নির্দেশ দিয়েছেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম। ১৫ বছর বা তার বেশি সময় ধরে দুবাইতে যারা নার্স বা সেবিকার পেশায় নিয়োজিত রয়েছেন তারাই এই সুবিধা পাবেন।
এই উদ্যোগটির মাধ্যমে স্বাস্থ্য খাতে নার্সদের মানবিক অবদান ও চিকিৎসা সেবার মান উন্নয়নে নার্সদের গুরুত্বপূর্ণ ভূমিকা নতুনভাবে স্বীকৃতি পেল। দীর্ঘদিন ধরে নিরলস সেবা দিয়ে যাওয়া নার্সদের সম্মাননা হিসেবে এই ঘোষণাটি স্বাস্থ্যখাতে একটি বড় প্রণোদনা হিসেবে দেখা হচ্ছে। দুবাই সরকার মনে করছে, নার্সরা শুধু রোগীদের সেবা দেন না, বরং সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থার মানোন্নয়নেও অনবদ্য ভূমিকা রাখেন। খবর খালিজ টাইমসের।
শেখ হামদান তার নির্দেশে উল্লেখ করেন,’নার্সদের ত্যাগ ও নিষ্ঠার স্বীকৃতি দেয়া আমাদের দায়িত্ব। তাদের এই মানবিক ভূমিকা দুবাইয়ের স্বাস্থ্যখাতকে আরও দৃঢ় ভিত্তি দিয়েছে।’
গোল্ডেন ভিসা সুবিধার ফলে এই নার্সরা দীর্ঘমেয়াদে দুবাইতে বসবাস, কাজ ও বিনিয়োগের সুযোগ পাবেন, যা তাদের পেশাগত ও পারিবারিক জীবনে স্থিতিশীলতা এনে দেবে।
দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদানের ঘোষণার আওতায় প্রবাসী নার্সরাও এই গোল্ডেন ভিসার সুবিধা পাবেন। এই উদ্যোগটি দুবাই হেলথ সিস্টেমে ১৫ বছর বা তার বেশি সময় ধরে কর্মরত নার্সদের জন্য প্রযোজ্য এবং এতে নাগরিকত্বের ভিত্তিতে কোনো ভেদাভেদ নেই।
সংযুক্ত আরব আমিরাতের গোল্ডেন ভিসা মূলত বিদেশি নাগরিকদের জন্য একটি দীর্ঘমেয়াদি রেসিডেন্সি প্রোগ্রাম, যা ৫ বা ১০ বছরের জন্য দেয়া হয়। এই ভিসা প্রোগ্রামের আওতায় স্বাস্থ্যসেবা খাতে কর্মরত প্রবাসী নার্সরাও অন্তর্ভুক্ত, যারা নির্ধারিত শর্তাবলী পূরণ করেন।
গোল্ডেন ভিসার জন্য প্রবাসী নার্সদের যোগ্যতা: দুবাই হেলথ সিস্টেমে ১৫ বছর বা তার বেশি সময় ধরে কর্মরত হতে হবে। স্বীকৃত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কাজ করতে হবে। দুবাই হেলথ অথরিটি (ডিএইচএ), আবুধাবি ডিপার্টমেন্ট অফ হেলথ (ডিওএইচ), অথবা সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয় (এমওএইচ) অনুমোদিত বৈধ পেশাগত লাইসেন্স থাকতে হবে। সামনে থেকে সেবা প্রদানকারী বা গুরুত্বপূর্ণ কর্মী হিসেবে স্বীকৃত হতে হবে। স্বাস্থ্য কর্তৃপক্ষ বা হাসপাতালের পক্ষ থেকে ব্যতিক্রমী সেবার জন্য মনোনয়ন পেতে হবে।
গোল্ডেন ভিসার সুবিধা: ৫ বা ১০ বছরের জন্য দীর্ঘমেয়াদি রেসিডেন্সি, যা নবায়নযোগ্য। স্থানীয় স্পন্সরের প্রয়োজন নেই। পরিবারের সদস্যদের (স্বামী/স্ত্রী, সন্তান) স্পন্সর করার সুযোগ। সংযুক্ত আরব আমিরাতের বাইরে ৬ মাসের বেশি সময় অবস্থান করলেও ভিসা বৈধ থাকবে।বিশ্বমানের স্বাস্থ্যসেবা ও শিক্ষার সুবিধা গ্রহণের সুযোগ।
এই ঘোষণার মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত সরকার স্বাস্থ্যসেবা খাতে প্রবাসী নার্সদের অবদানকে স্বীকৃতি দিয়েছে এবং তাদের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা ও পেশাগত উন্নয়নের পথ প্রশস্ত করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।