খাটিয়ার উপর উদ্দাম রোমান্সে মাতলেন আম্রপালি ও নিরাহুয়া, ভাইরাল ভিডিও

আম্রপালি ও নিরাহুয়া

বিনোদন ডেস্ক : আবারো দর্শকমহলে উষ্ণতা ছড়ালো নিরাহুয়া-আম্রপালি জুটির রোমান্টিক ভিডিও। বলা যায় ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম রোমান্টিক জুটি দীনেশ লাল যাদব ওরফে নিরাহুয়া এবং আম্রপালি দুবে।

আম্রপালি ও নিরাহুয়া

মাঝেমধ্যেই তাদের চরম মুহূর্তের সাক্ষী হন নেটজনতা। সাম্প্রতিক সেরকমই আবারও এক রোমান্টিক ভিডিও ভাইরাল হলো নেটদুনিয়ায়। যেখানে আম্রপালি নিরাহুয়াকে যৌবন সাগরে ভাসতে দেখা গিয়েছে।

ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম নায়ক হলেন দীনেশ লাল যাদব ওরফে নিরাহুয়া। অন্যদিকে নিরাহুয়ার রিল লাইফের পার্টনার তথা ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম নায়িকা হলেন আম্রপালি দুবে।

যাদের গভীর রোমান্টিক দৃশ্য মাঝেমধ্যে উষ্ণতার পারদ চরান নেটদুনিয়ায়। সাম্প্রতিক ভোজপুরি ‘আশিক আওয়ারা’ সিনেমার এক গান প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। আর সেই গানে যৌবন সাগরে ডুব দিতে দেখা গেছে নিরাহুয়া-আম্রপালিকে।

ভিডিওটি পোস্ট হয়েছে ‘Worldwide Records Bhojpuri’ নামক এক ইউটিউব চ্যানেল থেকে। ইতিমধ্যে ভিডিওটি পৌঁছে গেছে প্রায় ১.৩ কোটি মানুষের কাছে। ভিডিওটি পছন্দ করেছে প্রায় দশ হাজার মানুষ। সাথে আম্রপালীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছে নেটজনতা। যুগলের ঘনিষ্ঠ নাচ ঝড় তুলেছে নেটজনতার মনে।

ভিডিওটিতে আম্রপালি নিরাহুয়াকে ‘দুনিয়া জায়ে চাহে ভাড মে’ গানে দুর্দান্ত নাচ করতে দেখা গিয়েছে। ভিডিওটির শুরুতে একটি বন্ধ গুদাম ঘরে দেখা গেছে নিরাহুয়া-আম্রপালিকে।

Duniya Jaye Chahae Bhad Me - DINESH LAL YADAV,AAMRAPALI DUBEY| FULL BHOJPURI SONG

এই ভিডিওর প্রথমে আম্রপালির পরনে দেখা গিয়েছে সালোয়ার কামিজ। মুহূর্তের মধ্যে সেই পোশাক পরিবর্তন হয়ে গোলাপি রঙের ছোট্ট পোশাকে দেখা যায় আম্রপালিকে। অন্যদিকে নিরাহুয়ার পরনে দেখা যায় লুঙ্গি এবং গেঞ্জি।

ওয়েব সিরিজে ঝড় তুললো নতুন এই ওয়েব সিরিজ, একা দেখুন

তারপরেই রোমান্সে মাতে এই জুটি। খাটিয়ার উপর চরম ঘনিষ্ট হতে দেখা গেল আম্রপালি-নিরহুয়াকে। তারা এমন রোমান্স মেতে উঠছিলেন যাতে করে খাটিয়া ভেঙে যাওয়ার উপক্রম হয়েছিল।