বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : আপনিও কি নতুন ফোন কেনার পরিকল্পনা করছেন? কিন্তু কোন সেট বা কোন কোম্পানির নেবেন বুঝতে পারছেন না? তাহলে আজ আপনার মুশকিল আসান হতে চলেছে।
বর্তমান সময়ে মানুষ স্মার্টফোন ছাড়া এক পাও চলতে পারে না। এখন খুব কম লোকই থাকবেন যারা কীপ্যাড মোবাইল ফোন চালাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। নতুনের দিকেই ঝুঁকছেন মানুষ। বর্তমান সময়ে মোবাইল ফোন কোম্পানিগুলি একে অপরকে টেক্কা দিয়ে নতুন নতুন ফিচার সমৃদ্ধ ফোন আনছে। এবার তেমনই এক ফোন বাজারে আনল রিয়েলমি কোম্পানি, যার ফিচার সম্পর্কে জানলে আপনারও চোখ কপালে উঠবে।
রিয়েলমি কোম্পানি নতুন রিয়েলমি ১২ প্রো প্লাস ৫জি ফোন এনেছে। রিয়েলমি কোম্পানির এই স্মার্টফোনে শক্তিশালী গতির র্যাম যেমন পাবেন, ঠিক তেমনই দারুণ ক্যামেরা কোয়ালিটিও আপনি পেয়ে যাবেন। অন্তত এমনই দাবি করেছে এই কোম্পানিটি।
এই ফোনে থাকছে ১৬ জিবি র্যাম। সেই সঙ্গে থাকছে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা। আসুন এই প্রতিবেদনে এই ফোনটির সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিন। রিয়েলমি ১২ প্রো প্লাস ৫জি একটি দুর্দান্ত ডিজাইন এবং আকর্ষনীয় ফিচার সহ বাজারে আত্মপ্রকাশ করেছে। রিয়েলমি স্পেসিফিকেশনে ৬.৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে যার রেজোলিউশন ১০৮০×২৪১২ পিক্সেল।
প্রতি মুহূর্তে ঘনিষ্ঠ দৃশ্য, ভুলেও কারও সামনে দেখবেন না এই ওয়েব সিরিজ
এই রিয়েলমি হ্যান্ডসেটটি মিডিয়াটেক ডাইমেনশন ১০৮০ চিপসেট স্টোর করে। সফটওয়্যারের ক্ষেত্রে, রিয়েলমি স্মার্টফোনটি বিভিন্ন স্টোরেজ অপশনে আসে। আপনি জানলে অবাক হবেন, এই ফোনটিতে রয়েছে ১০৮ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল সেন্সর। সেলফি তোলার জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেল সিঙ্গেল শ্যুটার। ব্যাটারির দিক থেকে রিয়েলমি ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি সেল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।