দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিললো যুবকের মরদেহ

যুবক

জুমবাংলা ডেস্ক : নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসান পিয়াস (৩৮) নামের দুবাইফেরত এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে মুছাপুরের বাংলা বাজারের মার্কেটের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

যুবক

নিহত হাসান পিয়াস মুছাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আমিন উল্যাহর ছেলে। তিনি দীর্ঘদিন দুবাই থাকার পর গত ফেব্রুয়ারিতে দেশে এসেছিলেন।

পুলিশ জানায়, বাজারের ব্যবসায়ীদের দেওয়া খবরে গিয়ে হাবিব ম্যাশনের দোতলার কক্ষে পিয়াসের ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। পারিবারিক কলহের জেরে তিনি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ধারণা করা হচ্ছে দুই থেকে তিন দিন আগে তিনি আত্মহত্যা করেন।

বাজারের ব্যবসায়ীরা জানান, বৃহস্পতিবার সকাল থেকে ওই মার্কেটে গিয়ে দুর্গন্ধ পাওয়া যাচ্ছিল। পরে উৎস খুঁজতে গিয়ে একটি কক্ষকে সন্দেহ হয়। পরে ওই কক্ষ খুলে পিয়াসের গলিত মরদেহ দেখে পুলিশে খবর দেওয়া হয়।

স্থানীয়রা জানান, পিয়াস দেশে ফিরে গত ফেব্রুয়ারিতে বিয়ে করেন। তবে তিনি বিদেশ থেকে আসার পর থেকে স্থানীয়দের পাল্লায় পড়ে মাদকাসক্ত হয়ে পড়েন। এনিয়ে স্ত্রীসহ পরিবারের লোকজনের সঙ্গে কলহ সৃষ্টি হয়।

টাকার বিনিময়ে অপরিচিত যুবকের সঙ্গেও রাত কাটান অঞ্জলি অরোরা

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং আত্মহত্যার বিষয়টি সুস্পষ্ট হওয়ায় ময়নাতদন্ত ছাড়া দাফনের জন্য মরদেহ হস্তান্তর করা হয়েছে।