আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানী নয়া দিল্লিতে অবস্থিত ইসরায়েলি দূতাবাসের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একে সম্ভাব্য সন্ত্রাসী হামলা উল্লেখ করে ভারতে ভ্রমণ সতর্কতা জারি করেছে ইসরায়েল। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
ইসরায়েলি দূতাবাসের মুখপাত্র গাই নির বলেন ‘সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটের দিকে দূতাবাসের খুবই কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দিল্লি পুলিশ এর তদন্ত করছে। এটি সন্ত্রাসী হামলা হয়ে থাকতে পারে।’
দিল্লি পুলিশ জানায় পৌনে ছয়টার দিকে দূতাবাসে পেছনে বিস্ফোরণ ঘটে। বিশেষ বাহিনী ও দমকলকর্মীরা দ্রুত সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। ছিল ডগ স্কোয়াড ও বোমা ডিসপোজাল ইউনিট।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তাদের দূতাবাসের সব কর্মকর্তা-কর্মচারী অক্ষত আছেন। তারা ভারতীয় কর্তৃপক্ষকে সহযোগিতা করছে যাতে এই বিস্ফোরণের কারণ অনুসন্ধান করা যায়।
তবে দিল্লির ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে কোনো কিছু পাননি বলে ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে জানিয়েছেন বাহিনীটির জ্যেষ্ঠ কর্মকর্তা অতুল গর্গ।
এর আগে ২০২১ সালের জানুয়ারিতে দূতাবাসের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ঘটনাস্থলে পাওয়া একটি চিঠিতে লেখা ছিল ‘ইসরায়েলি রাষ্ট্রদূতের জন্য’। এরপর জাতীয় গোয়েন্দা সংস্থা এর তদন্ত শুরু করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।