বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘দেশের গণতন্ত্রকে সমুন্নত রাখতে ধানের শীষের বিকল্প নেই। আগামী নির্বাচনে দেশের মানুষকে ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরি করতে হবে। বিএনপি নেতাকর্মীদের দেশের প্রতিটি গ্রামগঞ্জ, শহর-বন্দরের প্রতিটি বাড়ির দরজায় ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে। গত সাড়ে ১৫ বছরের শাসনামলে ফ্যাস্টিট আওয়ামী লীগ কিভাবে দেশের শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতিসহ সব খাতকে ধ্বংস করে দিয়ে গেছে মানুষের কাছে সেই খবর তুলে ধরতে হবে।’

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে নাটোর সদরের চন্দ্রকোল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত নির্বাচনী সভায় এসব কথা বলেন তিনি।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘আওয়ামী লীগ সরকার তাদের শাসনামলে কোনো নির্বাচন করেনি। দিনের ভোট রাতে এবং আমি আর ডামিসহ নানা নামে তারা একদলীয় ভোট করেছে। জাতি দীর্ঘ ২০ বছর কোনো ভোট দিতে পারেনি।
দেশের মানুষ এখন ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। আগামী সংসদ নির্বাচনে দেশের মানুষ বিএনপির ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা সুযোগ দেবে।’
তিনি বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতা পেলে ৩১ দফার ভিত্তিতে দেশের সব সমস্যার সমাধানে কাজ করবে। একটি মহল বিএনপিকে নিয়ে অপপ্রচারে লিপ্ত রয়েছে তাদের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীদের সজাগ থাকার জন্য আহ্বান জানান।
দুলু বলেন, ‘বাংলাদেশের মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গঠিত জাতীয়তাবাদী দল বিএনপিই সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। আগামী নির্বাচনে দেশের মানুষ ব্যালটের মাধ্যমে সেটাই প্রমাণ করে দেবে।’
বিএনপি নেতা ওসমান গনির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ন আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, সাবেক সাংগঠনিক সম্পাদক ও নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



