জুমবাংলা ডেস্ক : বাংলাদেশিদের সুবিধার্থে ৩৩তম মিশন হিসেবে ব্রুনাইয়ে ই-পাসপোর্ট সেবা কার্যক্রম চালু করেছে বাংলাদেশ হাইকমিশন।
বুধবার (৬ সেপ্টেম্বর) ব্রুনাইয়ে ই-পাসপোর্ট সেবার উদ্বোধন করা হয়।
এ কার্যক্রম উদ্বোধনের ফলে এখন থেকে সরকার নির্ধারিত ফি’র মাধ্যমে ই-পাসপোর্ট সুবিধা পাবেন ব্রুনাইয়ে অবস্থানরত বাংলাদেশিরা।
বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণে হাইকমিশনার নাহিদা রহমান সুমনার সভাপতিত্বে অনুষ্ঠিত এ কার্যক্রমে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলাম।
এসময় বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব আসলাম ইকবাল, ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মো. আখতার-উজ-জামান, ব্রুনাইয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়, ইমিগ্রেশন ও জাতীয় রেজিস্ট্রেশন কর্তৃপক্ষের প্রতিনিধি, বাংলাদেশ কমিউনিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব ই-পাসপোর্টের সুবিধাসহ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরেন।
হাইকমিশনার ব্রুনাইয়ের প্রবাসীদের জন্য ই-পাসপোর্টের সুবিধা উন্মুক্তকরণে বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান। পাশাপাশি সরকার কর্তৃক প্রবাসীদের জন্য প্রদত্ত বিভিন্ন সেবা যথাযথভাবে গ্রহণের অনুরোধ জানান।
অনুষ্ঠান শেষে পাঁচ বাংলাদেশিকে ই-পাসপোর্টের ডেলিভারি স্লিপ দেওয়া হয়। হাইকমিশনে ই-পাসপোর্ট চালু হওয়ায় সন্তোষ জানান প্রবাসী বাংলাদেশিরা। পাশাপাশি বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।