একেকটি লিচুর দাম ১৮-২০ টাকা

লিচু

জুমবাংলা ডেস্ক : মধুমাস জ্যৈষ্ঠের শেষ সময়ে এসে দিনাজপুরে লিচুর বাজার পুরো সরগরম। খোদ লিচুর জেলা দিনাজপুরের বাজারেই এখন একেকটি ভালোমানের লিচু ১৮-২০ টাকায় বিক্রি হচ্ছে। ক্রেতা-বিক্রেতা ও পাইকারদের আনাগোনা ও হাঁক-ডাকে মুখরিত হয়ে উঠেছে গোর-এ শহীদ বড় ময়দানের অস্থায়ী লিচু বাজার। সারা জেলায় লিচুকে কেন্দ্র করে প্রতিদিন কমপক্ষে ১০ কোটি টাকা লেনদেন হচ্ছে। দামে ক্রেতারা কিছুটা মন খারাপ করলেও বাগানমালিক, পাইকার ও ব্যবসায়ীরা বেশ খুশি। দিনাজপুরে এবার লিচুর চাষ বাড়লেও গতবারের থেকে উৎপাদন কমেছে।
লিচু
দিনাজপুরে গোর-এ শহীদ বড় ময়দানের লিচুর বাজারে গিয়ে দেখা যায়, বেদানা, চায়না থ্রি ও বোম্বাই জাতের লিচু বিক্রি হচ্ছে। আমদানিও বেশ ভালো। তবে অন্যান্য পণ্যের সাথে পাল্লা দিয়ে এবারো দাম বেশ চড়া। খুচরা বাজারে ১ হাজার চায়না থ্রি লিচু বিক্রি হচ্ছে ১৮-২০ হাজার টাকায়। সে হিসেবে একেকটি লিচুর দাম ১৮ থেকে ২০ টাকা। আর পাইকারীতে দাম পড়ছে ১৩-১৪ হাজার টাকা। দিনাজপুরের গোর-এ শহীদ ময়দান ছাড়াও কালিতলা ও বাহাদুর বাজারেও খুচরা লিচু বিক্রি হচ্ছে। চায়না থ্রি ছাড়াও বাজারে বোম্বাই লিচু বিক্রি হচ্ছে প্রতি হাজার দুই হাজার ৫০০ থেকে তিন হাজার টাকায়। দেশি বেদানা লিচু ৮-৯ হাজার টাকায় বিক্রি হতে দেখা গেছে। বাগান মালিকদের নিকট থেকে জানা যায়, চলতি সপ্তাহে বাজারে আসবে মোজাফফরি লিচু। যা স্বাদে-মানে আরো উন্নত।

বিরল উপজেলার বাগান মালিক শরিফুল আনাম জানান, এ বছর লিচুর ভালো দাম পাওয়া গেছে। শুরুতে যত মুকুল ছিল সব ধরে রাখা গেলে অনেক বেশি লাভবান হওয়া যেত। তবে সবকিছুর পরও লাভ ভালো হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, ‘এবারই সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে দিনাজপুরের লিচু। গত ৫ বছরের হিসাবে যা দ্বিগুণেরও বেশি। দিনাজপুর ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রাজিউর রহমান বিপ্লব বলেন,‘বাগানেই এবার লিচুর দাম বেশি। বাগানমালিক ও আগাম বাগান কেনা ব্যবসায়ীদের কাছ থেকেই বেশি দামে কিনতে হচ্ছে। সামান্য লাভে আমরা লিচু বিক্রি করছি।’

গোর-এ শহীদ বড় মাঠের ফল ব্যবসায়ী আরিফুল জানান, ‘রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা লিচু কিনতে এখানে ছুটে আসছেন। বর্তমানে দিনাজপুর জেলা ছাড়া কোথাও কোনো বাগানে লিচু নেই। তাই সারা দেশের পাইকাররা দিনাজপুরের লিচুর বাজারে নজর দিয়েছেন। তাই লিচুর দাম বেড়ে গেছে।’

লিচু ব্যবসায়ী মেহেরুল ইসলাম আঙ্গুর বলেন, এবার ফল কম, কিন্তু ক্রেতা বেশি। তাই লিচুর দামও বেশি। গোর-এ শহীদ বড় ময়দানের লিচুর বাজারে লিচু কিনতে আসা মো: রুবেল ইসলাম বলেন, ‘এই বাজারে প্রথম পছন্দের তালিকায় ছিল বেদানা লিচু। কিন্তু বেদানা লিচুর দাম অনেক বেশি। এক হাজার বেদানা লিচুর দাম ৯ হাজার টাকা, যা আমার প্রায় এক মাসের বেতনের সমান। তাই বেদানা লিচু কিনতে পারিনি। বোম্বাই জাতের ২০০ লিচু কিনে বাড়ি ফিরছি।’

দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদফরের উপ-পরিচালক মনজুরুল হক বলেন, সারাদেশে কমবেশি লিচু উৎপাদিত হলেও দিনাজপুরের লিচুর চাহিদা বেশি। এবার ভালো দাম পেয়ে চাষি, পাইকার, ব্যবসায়ীরা সবাই খুশি। তিনি বলেন, আর খুব বেশি হলে ১৫ দিন দিনাজপুরের বাজারে লিচু পাওয়া যাবে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব অনুযায়ী দিনাজপুরে পাঁচ হাজার ৪৮১ হেক্টর জমিতে লিচু বাগান আছে পাঁচ হাজার ৪১৮টি। এর মধ্যে বোম্বাই লিচুর বাগান তিন হাজার ১৭০, মাদ্রাজি এক হাজার ১৬৬, চায়না থ্রি ৭০২ দশমিক পাঁচ হেক্টর জমিতে রয়েছে।

সয়াবিন তেলের দাম লিটারে যত টাকা বাড়ল