জুমবাংলা ডেস্ক : দেশের বাজারে ফের বাড়ল সয়াবিন তেলের দাম। লিটারে ৭ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ফলে নতুন দাম অনুযায়ী এক লিটার সয়াবিন তেলের বর্তমান মূল্য ২০৫ টাকা। বৃহস্পতিবার সয়াবিন তেলের দাম লিটারে ৭ টাকা বাড়ানোর প্রস্তাব অনুমোদন দেয় বাণিজ্য মন্ত্রণালয়।
বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনারস অ্যান্ড বনস্পতি ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশনের নির্ধারিত দাম অনুযায়ী, সয়াবিন তেলের পাঁচ লিটারের বোতলের দাম ৯৮৫ টাকা থেকে বেড়ে এখন ৯৯৭ টাকা। লুজ সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৫ টাকা বেড়ে ১৮৫ টাকায় বিক্রি হবে। সেইসঙ্গে, প্রতি লিটার পাম তেলের দাম এখন ১৫৮ টাকা। এর বেশি দামে তেল বিক্রি করা হলে ভোক্তা অধিকার আইনে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
এর আগে, গত ৫ মে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি ৩৮ টাকা বাড়িয়ে ১৯৮ টাকা নির্ধারণ করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।