বিরল ঘটনা ঘটছে এপ্রিলেই, একই রেখায় ৪ গ্রহ আসা যেভাবে দেখবেন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: চলতি মাসেই বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকতে চলেছে পৃথিবী। একটা সময় মঙ্গল এবং শুক্রের খুব কাছাকাছি আসতে চলেছে শনি এবং বৃহস্পতি। একে অপরের খুব কাছে অবস্থান করবে চার গ্রহ। একই কৌণিক রেখায় ওই চার গ্রহ চলে আসবে।

গত ৫ এপ্রিল একে অপরের দিকে এগিয়ে এসেছে মঙ্গল এবং শুক্র। তিনদিন পর দুই গ্রহের সঙ্গে যুক্ত হয় বৃহস্পতি। আজ গভীর রাতে (ইংরেজি মতে ১৪ এপ্রিল) উদিত হবে। চলতি মাসের শেষ সপ্তাহের মধ্যে সূর্যোদয়ের আগে দিগন্তের যথেষ্ট উপরে থাকবে। তার ফলে আরও সহজে বৃহস্পতিকে দেখা যাবে।

আগামী মঙ্গলবার (১৯ এপ্রিল) ওই তিন গ্রহের সঙ্গে যোগ দেবে শনি। তার ফলে ওই চারটি গ্রহ তির্যক রেখা বরাবর অবস্থান করবে। মাত্র ৩০ ডিগ্রি কৌণিক অবস্থানের মধ্যে থাকবে সেই চার গ্রহ। বাঁ দিকের একেবারে নীচে থাকবে বৃহস্পতি। তারপর থাকবে যথাক্রমে শুক্র এবং মঙ্গল। ডানদিকের একেবারে উপরে থাকবে শনি। চলতি মাসের শেষ সপ্তাহে আবার একইসঙ্গে আসবে বৃহস্পতি এবং শুক্র। ২৫ এপ্রিল শনির নীচে নেমে যাবে চাঁদ। ২৬ এপ্রিল নেমে যাবে মঙ্গলের নীচে। আর ২৭ এপ্রিল বৃহস্পতি এবং শুক্রের নীচে নেমে যাবে।

স্পেস.কমের তথ্য অনুযায়ী, চলতি মাসের শেষদিন তথা ৩০ এপ্রিল পাশাপাশি অবস্থান করছে শুক্র এবং বৃহস্পতি। সেদিনই নিজেদের আরও নিকট ‘সংযোগ’ তৈরি করবে শুক্র এবং বৃহস্পতি। যেমন চলতি মাসের শুরুতে কাছাকাছি এসেছিল মঙ্গল এবং শনি।

সূত্র: হিন্দুস্তাইন টাইমস।

শেয়ার কেনার পর এবার টুইটারের মালিকানা কিনতে চাচ্ছে ইলন মাস্ক