আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার (১৯ ফেব্রুয়ারি) দেশটির বিদ্যমান আইনে নিষিদ্ধ কিন্তু অবৈধ অভিবাসীরা পাচ্ছেন এমন যেকোনও ফেডারেল আর্থিক সুবিধা চিহ্নিত এবং বন্ধ করার লক্ষ্যে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন।
দেশটির এয়ার ফোর্স ওয়ানে স্বাক্ষর করা এই আদেশে ফেডারেল সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা অবৈধভাবে অভিবাসীদের জন্য যে কোনও আর্থিক সুবিধা প্রদান সম্পর্কিত কার্যাবলী চিহ্নিত করে এবং এ ব্যাপারে “সংশোধনী পদক্ষেপ” গ্রহণ করে। আদেশে আরও বলা হয়েছে, ফেডারেল সুবিধা কার্যক্রমের জন্য যোগ্যতা যাচাই পদ্ধতি উন্নত করার পাশাপাশি যেসব ব্যক্তি অবৈধভাবে ফেডারেল সুবিধা গ্রহণ করেন বা ব্যবহার করেন তাদের বিচার বিভাগের কাছে এবং হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কাছে পাঠাতে হবে।
এই আদেশের প্রভাব কতটুকু হবে তা পরিষ্কার নয়। জাতীয় অভিবাসন আইন কেন্দ্রের তথ্যানুযায়ী, শরণার্থী ছাড়া অন্যান্য অ-নাগরিকরা বিভিন্ন ফেডারেল সহায়তা পাওয়ার যোগ্য নয়। যেমন পরিপূরক পুষ্টি সহায়তা কার্যক্রম (এসএনএপি) এবং অভাবী পরিবারের জন্য অস্থায়ী সহায়তা (টিএএনপি)-এর মত আর্থিক সহায়তা কার্যক্রম।
ট্রাম্পের সই করা এই নির্বাহী আদেশে ১৯৯৬ সালের পার্সোনাল রেসপন্সিবিলিটি অ্যান্ড ওয়ার্ক অপরচুনিটি রিকনসিলিয়েশন আইনের কথা উল্লেখ আছে যা অবৈধ অভিবাসীদের করদাতাদের জন্য নির্ধারিত বেশিরভাগ সুবিধা পাওয়াকে নিষিদ্ধ করে।
এই আদেশে বলা হয়েছে “আমার (ট্রাম্প) প্রশাসন আইনের শাসন রক্ষা করবে, কঠোর পরিশ্রমী করদাতাদের সম্পদ অপচয় রোধ করবে এবং আমেরিকান নাগরিকদের জন্য প্রয়োজনীয় সুবিধা সুরক্ষিত রাখবে যার মধ্যে প্রতিবন্ধী এবং প্রবীণরা রয়েছে।”
অবৈধ অভিবাসন ব্যবস্থা পরিবর্তন নিয়ে ট্রাম্পের ব্যাপক প্রচেষ্টার অংশ হিসেবে তিনি এই আদেশে সই করেছেন। পাশাপাশি ট্রাম্প প্রশাসন দেশটির দক্ষিণ সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা করেছে, নির্বাসনের জন্য যোগ্য ব্যক্তিদের তালিকা সম্প্রসারণ করেছে, কিছু অবৈধ অভিবাসীকে কিউবার গুয়ানতানামো বেতে পাঠানোর পরিকল্পনা করেছে এবং সীমান্তে অভিযানে সেনাবাহিনীকে নিযুক্ত করেছে। এছাড়া প্রশাসন নীতির সঙ্গে অসঙ্গতিপূর্ণ ব্যয় স্থগিত করেছে এবং অনেক ফেডারেল চুক্তি বাতিল করেছে। ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএইড)-এর মতো মানবিক ও আর্থিক সহায়তা প্রদানকারী ফেডারেল সংস্থার কার্যক্রমও স্থগিত করেছে।
সূত্রঃ https://thehill.com/homenews/administration/5154614-trump-order-federal-benefits/
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।