আন্তর্জাতিক ডেস্ক : তেল নির্ভরতা থেকে বেরিয়ে এসে ধীরে ধীরে অর্থনীতিতে বিকেন্দ্রীকরণের পথে হাঁটছে সৌদি আরব। এ লক্ষ্যে ব্যাপক শিল্পায়নের উদ্যোগ নিয়েছে দেশটি। এছাড়াও দেশটির মানব সম্পদ উন্নয়নে ব্যাপক পরিকল্পনা নিয়েছে। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ভিশন-২০৩০ এর অংশ হিসেবে এসব পদক্ষেপ নিচ্ছে মধ্য প্রাচ্যের দেশটি।
রোববার (২৬ মার্চ) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ এ তথ্য জানিয়েছে।
সৌদি আরবের অর্থনীতিতে ক্রমেই বাড়ছে শিল্পখাতের অবদান। জ্বালানি তেলের ওপর নির্ভরতা থেকে বেরিয়ে এসে শিল্প, পর্যটন এবং মানব সম্পদ উন্নয়নের মতো খাতগুলোতে গুরুত্ব দিচ্ছে দেশটির সরকার।
সৌদি আরবের ভিশন-২০৩০ এর অংশ হিসেবে, দেশটি জীবাশ্ম জ্বালানি নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে এসে অর্থনীতির বিকেন্দ্রীকরণ করবে।
এরই মধ্যে দেশটিতে ফার্মাসিউটিক্যালস, অটোমোবাইলস, পেট্রোলিয়ামজাত পণ্য উৎপাদনসহ নানা শিল্পখাত দ্রুত বিকশিত হয়েছে। বিদেশি বিনিয়োগ আকর্ষণেও নানা পদক্ষেপ নিয়েছে সরকার।
সৌদি আরবে শিল্পখাতে বিনিয়োগের পরিমাণ বর্তমানে সাড়ে তিন হাজার কোটি মার্কিন ডলারে পৌঁছেছে। সরকারি তথ্যমতে, দেশটিতে প্রায় ১০ হাজারের বেশি শিল্পকারখানা রয়েছে।
এছাড়াও আইএমএফ’এর তথ্যমতে ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং বেসরকারি খাতে কাজের সুযোগ সৃষ্টিতে ব্যাপক উন্নয়ন করছে মধ্য প্রাচ্যের দেশটি।
সৌদি আরবে বর্তমানে প্রায় ৭০ শতাংশ নাগরিক কাজ করেন সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে। এতে করে চাপ বাড়ে দেশটির সরকারি কোষাগারে। তাই বেসরকারি খাতকে আরও শক্তিশালী করার পরিকল্পনা নেয়া হয়েছে। এ লক্ষ্যে, বেসরকারি খাতকে প্রণোদনা এবং প্রযুক্তি নির্ভর দক্ষ মানব সম্পদ উন্নয়নে জোর দিচ্ছে সরকার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।