জুমবাংলা ডেস্ক : অতিরিক্ত দামে ডিম বিক্রি ও মূল্য তালিকা না থাকায় পিরোজপুরের ইন্দুরকানীতে টাস্কফোর্স অভিযান চালিয়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে আট হাজার টাকা জরিমানা করেছে।
শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে ইন্দুরকানী বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাস্কফোর্স এ অভিযান চালায়। অভিযান শুরুর সাথে সাথে অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে ব্যবসায়ীরা পালিয়ে যায়।
পিরোজপুরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবাশীষ রায় বলেন, অতিরিক্ত দামে ডিম বিক্রি ও মূল্য তালিকা না থাকায় তিনজন ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। আমার খুব গোপনে অভিযান শুরু করি তারপরও অন্য ব্যবসায়ীরা খবর পেয়ে দোকান বন্ধ করে পালিয়ে যায়। আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।
এসময় আরও উপস্থিত ছিলেন কৃষি বিপণন অধিদপ্তরের প্রতিনিধি মো: রুবেল শেখ, ছাত্র প্রতিনিধি মো: মনজুরুল ইসলাম, ইন্দুরকানী থানার একাধিক পুলিশ সদস্য ও ইন্দুরকানী প্রেসক্লাবের সদস্যগণ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।