লাইফস্টাইল ডেস্ক : বাচ্চারা সাধারণত দুই থেকে তিন বছরের মধ্যেই কথা বলা শিখতে থাকে। আলাদা আলাদা শব্দ বা দুটি শব্দ একসাথে করে একটি ভাব প্রকাশ করে। তবে কারো কারো এর চেয়ে কম বা বেশি সময় লাগতে পারে।
এক্ষেত্রে বাবা মা, প্রতিবেশীরাও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাচ্চা তার সামনে সেসব কথাবার্তা দেখবে তাই শিখবে। এজন্যই আমাদের সচেতন থাকা উচিত।
দৈনন্দিন কিছু বিষয় অনুসরণ করলে বাচ্চাদের তাড়াতাড়ি কথা বলা শেখানো যায়। বাচ্চারা প্রাকৃতিকভাবেই আগ্রহ পায়, সাহস পায়:
১. যখনই সময় পাবেন, বাচ্চার সাথে কথা বলুন
২. ছবি দেখানো, ছড়া শোনান, গান শোনান
৩. বাচ্চাকে নিয়ে খেলুন। খেলতে খেলতে বাচ্চারা অনুরোধ ও আবদারের ভাষা শিখে ফেলে
৪. বাচ্চা ভুল উচ্চারণ করলে বকবেন না
৫. সবকিছু তাকে চিনিয়ে দেওয়ার চেষ্টা করুন
৬. মাঝেমাঝে বাইরে ঘুরতে নিয়ে যান
৭. বাচ্চাদের কথা বা শব্দ না বুঝলেও প্রতিক্রিয়া করুন। এতে বাচ্চারা আত্মবিশ্বাস পায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।