নিষিদ্ধ হলেন এই প্রোটিয়া ব্যাটার

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অ্যান্টি ডোপিং কোডে ধরা পড়ে সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার জুবাইর হামজা। পূর্ণাঙ্গ রায় না আসা পর্যন্ত কোনো ধরনের ক্রিকেট খেলতে পারবেন না ২৬ বছর বয়সী এ ব্যাটার।

জুবাইর হামজা। (ফাইল ছবি)

শুক্রবার এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, চলতি বছরের ১৭ জানুয়ারি ডোপিং টেস্টের জন্য জুবাইর হামজার নমুনা নেওয়া হয়েছিল। সেখানে ফিউরোসেমাইডের উপস্থিতি পাওয়া গেছে।

যা কি না আইসিসি অ্যান্টি ডোপিং কোডের সেকশন এস৫-র অধীনে নিষিদ্ধ বস্তুগুলোর একটি। এ কারণে বড়সড় শাস্তির মুখেই পড়তে হবে জুবাইরকে।

২০১৯ সালের শুরুর দিকে পাকিস্তানের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ২৬ বছর বয়সী জুবাইরের। ক্রিকেটে ফেরার পর দক্ষিণ আফ্রিকার ১০০তম টেস্ট ক্রিকেটার ছিলেন তিনি।

গত বছর নেদারল্যান্ডসের বিপক্ষে একমাত্র ওয়ানডে খেলেন তিনি। সবমিলিয়ে ৬ টেস্ট ও একমাত্র ওয়ানডেতেই সীমাবদ্ধ তার আন্তর্জাতিক ক্যারিয়ার।

ব্যক্তিগত কারণ দেখিয়ে বাংলাদেশের বিপক্ষে চলতি সিরিজ থেকে নিজের নাম সরিয়ে নিয়েছিলেন জুবাইর হামজা।