ঈদের আগে তিন দিন আবহাওয়া যেসব থাকবে

rain

জুমবাংলা ডেস্ক : মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় থাকায় দেশের বিভিন্ন স্থানে টানা তিনদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

rain

বৃহস্পতিবার (১৩ জুন) সন্ধ্যা ৬ টা থেকে আগামী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবের কারণে ময়মনসিংহ ও সিলেট বিভাগে আজ সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) এবং অতি ভারী (৮৯ মিলিমিটার) বৃষ্টিপাত হতে পারে।

খোলা ছাদেই কোমর দুলিয়ে দুর্দান্ত নাম দিলো মোনালিসা, ভাইরাল ভিডিও

অন্য এক বিবৃতিতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।