Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home ঈদের দিন ৮ জেলায় সড়কে ঝরল ১৬ প্রাণ
জাতীয়

ঈদের দিন ৮ জেলায় সড়কে ঝরল ১৬ প্রাণ

Shamim RezaApril 1, 20254 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : ঈদের দিন দেশের আট জেলায় সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো কয়েকজন। এর মধ্যে, বেশি মানুষের মৃত্যু হয়েছে চট্টগ্রামের লোহাগড়ায়। সেখানে বাসের সঙ্গে মিনিবাসের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।

CTG

  • চট্টগ্রাম
  • বগুড়া
  • গাজীপুর
  • মেহেরপুর
  • নাটোর
  • ব্রাহ্মণবাড়িয়া
  • মাগুরা
  • ঝিনাইদহ

দ্বিতীয় সর্বোচ্চ প্রাণহানি হয়েছে বগুড়ায়। সেখানে পৃথক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এছাড়া, গাজীপুরে অটোরিকশায় বাসের ধাক্কায় দুইজন, মেহেরপুরে মাইক্রোবাসের চাপায় দুইজন এবং নাটোর, ব্রাহ্মণবাড়িয়া মাগুরা ও ঝিনাইদহে একজন করে মারা গেছেন।

সোমবার (৩১ মার্চ) বিভিন্ন সময় এসব দুর্ঘটনা ঘটেছে।

চট্টগ্রাম

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় বাসের সঙ্গে মিনিবাসের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।

লোহাগাড়া ফায়ার সার্ভিসের টিম লিডার রাখাল চন্দ্র রুদ্র বলেন, ‘‘চুনতি এলাকায় বাস-মিনিবাসের সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এবং পুলিশের একাধিক দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালিয়ে পাঁচজনের লাশ উদ্ধার করে।’’

বগুড়া

বগুড়ায় ঈদের দিন ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘‘ঈদের দিন বিকেলে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন শাহ আলম, তার কন্যাশিশু ও শ্বশুর। বগুড়ার শেরপুর উপজেলার মহিপুর ইউনিয়নের জামতলা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি রাস্তার পূর্ব পাশ থেকে পশ্চিম দিকে যাওয়ার চেষ্টা করে। এসময় অজ্ঞাত গাড়ি মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেলের তিন আরোহী আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে বাবা-মেয়ের মৃত্যু হয়।’’

অপরদিকে, বগুড়ার শেরপু‌রে মোটরসাইকেল দুর্ঘটনায় অলক না‌মের এক যুবক নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন জয়দেব নামের মোটরসাইকে‌লের আরেক আরোহী।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক আব্দুল খালেক বলেন, ‘‘অলক ও জয়দেব মোটরসাইকেলযো‌গে ঝুপু‌নিয়া আঞ্চলিক সড়ক দি‌য়ে যাচ্ছিলেন। গতি বেশি থাকায় মোটরসাইকে‌লের নিয়ন্ত্রণ হারি‌য়ে সড়কের ওপর প‌রে যান তারা। এতে দুজনই আহত হন। স্থানীয়রা তা‌দের‌ উদ্ধার ক‌রে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অলককে মৃত ঘোষণা করেন।’’

গাজীপুর

গাজীপুরে অটোরিকশায় বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। তারা সম্পর্কে খালা-ভাগ্নি। ঘটনার পরে স্থানীয়রা যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেন।

পুলিশ জানায়, গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা থেকে একটি অটোরিকশায় শিউলি বেগম এবং তাবাসসুম নরসিংদীতে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। শিববাড়ি মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বাস অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

গাজীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মেহেরপুর

মেহেরপুরে মাইক্রোবাসের চাপায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। নিহতরা হলেন- মেহেরপুর সদর উপজেলার উজলপুর গ্রামের হাসানুজ্জামানের ছেলে আখতারুজ্জামান ও গাংনী উপজেলার ধানখোলা গ্রামের আলী হোসেনের ছেলে জুবায়ের হোসেন।

মেহেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শামীম রেজা বলেন, ‘‘বেপরোয়া গতিতে একটি মাইক্রোবাস আমঝুপি মেহেরপুর শহরে যাচ্ছিল। পথে একটি মোটরসাইকেল ও ভ্যানকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সীমানা পিলারে ধাক্কা দেয় মাইক্রোবাসটি। এতে মোটরসাইকেলের দুই ও ভ্যানের দুই আরোহীসহ পাঁচজন আহত হন। দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।’’

নাটোর

নাটোরের বড়াইগ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় আব্দুল্লাহ নামের এক যুবক নিহত হয়েছেন। বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘‘বিকেলে লক্ষ্মীকোল বাজারে যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে বের হন আব্দুল্লাহ। বাড়ি থেকে ২০০ গজ দূরে যেতেই মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন তিনি। স্বজনেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’’

ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অটোরিকশায় বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। এই রিপোর্ট লেখা পর্যন্ত সময়ে নিহত ও আহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন রহমান বলেন, ‘‘বিকেলে ব্রাহ্মণবাড়িয়াগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দিলে অটোরিকশায় থাকা একজন নিহত ও তিনজন আহত হন।’’

‘‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে ও আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’’- যোগ করেন তিনি।

মাগুরা

মাগুরার রামনগরে মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাত নারী নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মাগুরা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহম্মদ আলমগীর কবীর বলেন, ‘‘রামনগর বাজার মোড় এলাকায় সড়ক পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। মোটরসাইকেলটি আটক করা হয়েছে। তবে, চালক পালিয়ে গেছেন। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’’

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ঈদের দিন দুর্ঘটনায় নিহত ৫

ঝিনাইদহ

ঝিনাইদহের কোটচাঁদপুরে আলমসাধুর চাপায় আরিফ হোসেন নামের এক শিশু নিহত হয়েছে। কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের চাচাতো ভাই ও আলমসাধুর চালক ইব্রাহিম হোসেন বলেন, ‘‘দুই ভাই সারাদিন আখের রস বিক্রি করে বাড়ি ফিরছিলাম। আমি আলমসাধু চালাচ্ছিলাম, আর আরিফ আলমসাধুর উপরে থাকা রস চাপা মেশিন ধরে বসেছিল। ফুলবাড়ি নামক স্থানে পৌঁছালে গাড়ির সামনের চাকা খাদে পড়ে। সে সময় আরিফ উপর থেকে নিচে পড়লে ওর মাথার ওপর দিয়ে চাকা চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’’

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় ১৬ ৮ ঈদের জেলায়, ঝরল দিন প্রাণ সড়ক দুর্ঘটনায় সড়কে!
Related Posts
বিটিআরসি

এনইআইআর চালু নিয়ে নতুন সিদ্ধান্ত জানাল বিটিআরসি

December 16, 2025
ওসমান হাদি

ওসমান হাদির গুলিবিদ্ধ মস্তিষ্ক ছাড়া অন্য অঙ্গগুলো এখনো নিয়ন্ত্রণযোগ্য : সরকারের ব্রিফিং

December 16, 2025
News a

তিন উপদেষ্টার পদত্যাগের আল্টিমেটাম ডাকসু ভিপির

December 16, 2025
Latest News
বিটিআরসি

এনইআইআর চালু নিয়ে নতুন সিদ্ধান্ত জানাল বিটিআরসি

ওসমান হাদি

ওসমান হাদির গুলিবিদ্ধ মস্তিষ্ক ছাড়া অন্য অঙ্গগুলো এখনো নিয়ন্ত্রণযোগ্য : সরকারের ব্রিফিং

News a

তিন উপদেষ্টার পদত্যাগের আল্টিমেটাম ডাকসু ভিপির

শেখ হাসিনা

শেখ হাসিনার সাজা বাড়াতে আপিল করবে প্রসিকিউশন

সেলফি মাসুদ

হাদিকে গুলি: ভারতে গিয়ে সেলফি মাসুদের

মার্কিন দূতাবাস

বাংলাদেশ ভ্রমণে মার্কিন দূতাবাসের সতর্কতা জারি

সারজিস

বাংলাদেশকে আবার পরাধীন করার চেষ্টা চলছে : সারজিস

Minister

সবকিছু এখানে বলা যাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

Current

টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকার

ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকার, ব্যয় ২১৫ কোটি টাকা

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Banglanews
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.