জুমবাংলা ডেস্ক : ঈদের পরপরই সারা দেশে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ শুরু হাতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) এ তথ্য জানায় সংস্থাটি।
বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানায়, দেশে বর্তমানে দিনে চৈত্র মাস আর রাতে পৌষ মাসের আবহাওয়া বিরাজ করছে। ইদানীং দেশের অনেক এলাকায় দিনে গরম পড়লেও রাতে বেশ শীত পড়ছে। এই পরিস্থিতি স্বাস্থ্যের জন্য ভয়াবহ।
এইরকম আবহাওয়া আর কতদিন থাকতে পারে এমন প্রশ্নে সংস্থাটি জানায়, গতকাল ২৬ মার্চ রাত থেকেই ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকবে।
অন্যদিকে আগামী ২ এপ্রিল থেকে সারাদেশে রাতে শীত পড়া পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। এছাড়া আগামী ৪ এপ্রিল থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ শুরু হতে পারে। মাঝারি ধরনের এই তাপপ্রবাহ শুরুর কয়েকদিন পরই তীব্র তাপপ্রবাহে পরিণত হতে পারে বলে জানিয়েছে বিডব্লিউওটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।