স্পোর্টস ডেস্ক : অখ্যাত হলেও ব্যতিক্রমী এক কাজ করে বিখ্যাতদের মতো বিশ্ববাসীর প্রশংসায় ভাসছে ইংলিশ ফুটবল ক্লাব ব্ল্যাকবার্ন রোভার্স। মুসলিমদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরের নামাজের আয়োজন করে বিশ্ববাসীর কাছে প্রশংসিত হচ্ছে ক্লাবটি।
সোমবার মধ্যপ্রাচ্যের সাথে ব্রিটেনেও পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়। এদিন ফুটবল মাঠে দেশটির ইতিহাসে প্রথম বারের মতো ঈদের জামাত আয়োজন করে রেকর্ড গড়ল ব্ল্যাকবার্ন।
ইউড পার্কে অনুষ্ঠিত ঈদুল ফিতরের এই জামাতের ইমামতি করেন বিশিষ্ট আলেম শায়খ ওয়াসিক কেম্পসন। নারী-পুরুষ মিলিয়ে অন্তত দেড় হাজার মুসুল্লি এই জামাতে অংশ নেন।
শুধু ঈদের জামাত-ই নয়; সোমবার মাঠটিতে ফজরের নামাজেরও ব্যবস্থা করা হয়। সে সময় বেশ সংখ্যক মুসুল্লি উপস্থিত হন। পরে ঈদের নামাজে অংশ নেন আরো বেশি সংখ্যক মানুষ। ফলে ক্লাবটির তরফ থেকে ফ্রি বাস সার্ভিস চালু করা হয়।
প্লাস্টিকের মাদুর বিছিয়ে স্টেডিয়ামে নামাজ পড়ে ইতিহাসের স্বাক্ষী হলেন সেখানকার অন্তত দেড় হাজার মুসলিম।
এ উপলক্ষে এক টুইটবার্তায় ব্ল্যাকবার্ন রোভার্স বিশ্ব মুসলিম উম্মাহকে ঈদুল ফিতরের শুভেচ্ছাও জানায়। তাদের এই অসাম্প্রদায়িক মানসিকতার কারণেই মূলত প্রশংসা কুড়াচ্ছে তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের এই অসাধারণ কাজটি বেশ ইতিবাচক সাড়া ফেলেছে। অনলাইনে সক্রিয়রা ক্লাবটির জন্য জানাচ্ছেন অনবরত শুভ কামনা।
সূত্র : আলজাজিরা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।