আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে আজ পালিত হচ্ছে ঈদুল ফিতর। গতকাল মঙ্গলবার শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়া পাকিস্তান ও ভারতের কিছু শহরেও ঈদ উদযাপন হচ্ছে। বাংলাদেশে চাঁদ দেখা না যাওয়ায় রমজান মাস হচ্ছে ৩০ দিনে। আগামীকাল বৃহস্পতিবার পালিত হবে পবিত্র ঈদুল ফিতর।
এবার বেশিরভাগ মুসলিম দেশে একদিনেই ঈদ পালন করা হচ্ছে। সবার আগে ঈদ পালন করেছে আফ্রিকার দেশ নাইজার, নাইজেরিয়া ও মালিতে। ৯৮ শতাংশ মুসলিমের দেশ নাইজারে ঈদ পালন করা হয় মঙ্গলবার। নাইজার ও মালিতেও সোমবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় মঙ্গলবার ঈদুল ফিতর পালন করা হয়।
তবে বেশিরভাগ মুসলিম দেশ ঈদুল ফিতর উদযাপন করছেন আজ বুধবার। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সব দেশ, পূর্ব এশিয়ার বেশিরভাগ দেশ এবং দক্ষিণ এশিয়ার মধ্যে পাকিস্তান ও ভারতের তিন অঞ্চলে বুধবার (১০ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর পালিত হবে। ভারতের বেশিরভাগ অঞ্চল ও বাংলাদেশ ঈদ পালিত হবে বৃহস্পতিবার।
ঈদের চাঁদ দেখে যে দোয়া পড়তেন নবীজি
নাইজার: ৯ এপ্রিল সোমবার, রোযা ২৯টি
নাইজেরিয়া: ৯ এপ্রিল সোমবার, রোযা ২৯টি
মালি: ৯ এপ্রিল সোমবার, রোযা ২৯টি
পাকিস্তান : ১০ এপ্রিল, বুধবার, রোযা ২৯টি।
মালয়েশিয়া : ১০ এপ্রিল, বুধবার, রোযা ২৯টি।
ফিলিস্তিন : ১০ এপ্রিল, বুধবার, রোযা ৩০টি।
ইন্দোনেশিয়া : ১০ এপ্রিল, বুধবার, রোযা ২৯টি।
সৌদি আরব : ১০ এপ্রিল, বুধবার, রোযা ৩০ টি।
আরব আমিরাত : ১০ এপ্রিল, বুধবার, রোযা ৩০টি।
কাতার : ১০ এপ্রিল, বুধবার, রোযা, ৩০টি।
ইয়েমেন : ১০ এপ্রিল, বুধবার, রোযা ৩০ টি।
ওমান : ১০ এপ্রিল, বুধবার, রোযা ২৯ টি।
জর্দান : ১০ এপ্রিল, বুধবার, রোযা ২৯টি।
মিশর : ১০ এপ্রিল, বুধবার, রোযা ৩০টি।
তিউনিসিয়া : ১০ এপ্রিল, বুধবার, রোযা ৩০টি।
মরক্কো : ১০ এপ্রিল, বুধবার, রোযা ২৯টি।
ব্রুনাই: ১১ এপ্রিল, বৃহস্পতিবার, রোযা ৩০টি।
বাংলাদেশ: ১১ এপ্রিল, বৃহস্পতিবার, রোযা ৩০টি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।