বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : URBAN Smart Wearables ভারতীয় বাজারে তাদের নতুন HX30 Wireless। ANC Over-Ear Headphones লঞ্চ করেছে। যেসব ইউজাররা ট্রাবেলের সময় বা অনেকক্ষণ ধরে মিউজিক শোনার সময় কমফর্ট এবং কোয়ালিটি সাউন্ড পছন্দ করেন, বিশেষ করে সেইসব ইউজারদের জন্য হেডফোনটি ডিজাইন করা হয়েছে। এই দীর্ঘক্ষণ পরার পরেও কমফর্টেবল এবং হাল্কা ওজন ফিল হবে।
কানেক্টিভিটির জন্য হেডফোনটিতে Bluetooth 5.4 সাপোর্ট রয়েছে, ফলে ফাস্ট পেয়ারিং এবং লো-ল্যাটেন্সি অডিও এক্সপিরিয়েন্স পাওয়া যায়। একইসঙ্গে এতে AUX ইনপুটও দেওয়া হয়েছে, ফলে ইউজারা চাইলে ওয়্যারের মাধ্যমেও এটি ব্যাবহার করতে পারেন।
অডিও কোয়ালিটির জন্য HX30 হেডফোনটিতে 44mm ড্রাইভার রয়েছে, ফলে ব্যালেন্সড বেস এবং ট্রেবলের জন্য টিউন করা হয়েছে। এই হেডফোনটি Hybrid Active Noise Cancellation (ANC) ফিচার সহ লঞ্চ করা হয়েছে, এতে ডুয়েল-মাইক্রোফোন সিস্টেম ব্যাবহার করে বাইরের শব্দকে 32dB পর্যন্ত কমানো যাবে।
ইউজাররা সহজেই একটি মাত্র বাটনের মাধ্যমে ANC এবং ট্রান্সপারেন্সি মোডের মধ্যে সুইচ করতে পারবেন, এর ফলে প্রয়োজন অনুযায়ী সাউন্ড এক্সপিরিয়েন্স কন্ট্রোল করা যাবে। URBAN HX30 হেডফোনটি শুধুমাত্র দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি দেয় না, বরং এর ডিজাইন ও ফিচারের জন্য এটি প্রিমিয়াম অডিও প্রোডাক্টে হয়ে উঠেছে।
URBAN এর HX30 Wireless ANC Over-Ear হেডফোনটিতে দুর্দান্ত সাউন্ড এবং আকর্ষণীয় ডিজাইন ছাড়াও উন্নত কলিং এক্সপিরিয়েন্স পাওয়া যায়। হেডফোনটিতে উপস্থিত ডুয়েল মাইক্রোফোন শুধু বাইরের শব্দকে কমায় না, বরং কলের সময় ভয়েস ক্ল্যারিটিকেও দুর্দান্ত করে তোলে, এর ফলে দুই দিকে কথোপকথন স্পষ্ট ও পরিষ্কারভাবে শোনা যায়।
পাওয়ার ব্যাকআপের জন্য হেডফোনটি একবার চার্জ করলে 14 ঘন্টা পর্যন্ত প্লেব্যাক টাইম পাওয়া যায়, এটি সারাদিনের ব্যাবহারের জন্য যথেষ্ট। একইসঙ্গে দ্রুত চার্জের জন্য এতে USB Type-C ফাস্ট চার্জিং সাপোর্ট করে, ফলে ইউজারকে দীর্ঘখন অপেক্ষা করতে হবে না।
অন্যান্য স্মার্ট ফিচারের মধ্যে Siri এবং Google Assistant এর কুইক অ্যাক্সেস রয়েছে, এর ফলে ভয়েস কমান্ড ব্যাবহার করে মিউজিক কন্ট্রোল, কল করা বা প্রশ্ন করা অত্যন্ত সহজ হয়ে ওঠে। একইসঙ্গে ইউজাররা হ্যান্ডস-ফ্রি কন্ট্রোলের মাধ্যমে ভলিউম, ট্র্যাক, পাওয়ার এবং ANC মোডকেও খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারবেন।
URBAN HX30 এর দাম ও সেল ডিটেইলস
ভারতে URBAN HX30 Wireless ANC Over-Ear Headphones হেডফোনটি 1,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই হেডফোনটি ব্ল্যাক এবং হোয়াইটের মতো দুটি স্টাইলিশ কালার অপশনে সেল করা হবে।
ব্র্যান্ডের পক্ষ থেকে ডিভাইসটিতে 1 বছরের ওয়ারেন্টি দেওয়া হয়েছে, এর ফলে ইউজাররা নিশ্চিন্তে প্রোডাক্টটি কিনতে পারবেন। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট gourban.in, জনপ্রিয় শপিং সাইট অর্থাৎ Amazon.in এবং সিলেক্টেড অফলাইন রিটেইল স্টোরের মাধ্যমে URBAN HX30 হেডফোনটি সেল করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।