আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে পাকিস্তানের সাফল্যের কারণে এখন আন্তর্জাতিক অঙ্গনে সবাই পাকিস্তানকে সম্মানের চোখে দেখছে।
বুধবার জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যারা আগে আমাদের গুরুত্ব দিত না, এখন তারা সম্মানের চোখে দেখছে। কারণ আমরা শুধু সামরিকভাবেই নয়, কূটনৈতিক ও প্রযুক্তিগতভাবেও সফল হয়েছি।’
খাজা আসিফ জানান, চলমান ভারত-পাকিস্তান সংঘাতে পাকিস্তান পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাতিত করেছে। এছাড়া ৭৭টি ইসরায়েলি হারপ ড্রোনও প্রতিহত করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘এই প্রথমবারের মতো সাইবার যুদ্ধে ভারতীয় ডিজিটাল কাঠামো অচল করে দেওয়া সম্ভব হয়েছে, যা আমাদের জন্য বড় অর্জন।’ প্রতিরক্ষামন্ত্রী বলেন, পাকিস্তান শান্তি চায় বলেই চার দিন সংযম দেখিয়েছে। কিন্তু ভারত উত্তেজনা বাড়ালে পাকিস্তান জবাব দিতে প্রস্তুত।
তিনি বলেন, ‘মোদি এখন রাজনৈতিকভাবে চাপে আছেন। হতাশা থেকে তিনি বেপরোয়া সিদ্ধান্ত নিতে পারেন। কিন্তু আমরা যদি আবারও উসকানি পাই, পাকিস্তান কঠোর জবাব দেবে।’
প্রসঙ্গত, ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে ওঠে। ভারত এর দায় পাকিস্তানের ওপর চাপালেও কোনো প্রমাণ দেখাতে পারেনি। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও জবাব দেয়। এরপর ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশ সামরিক কার্যক্রম বন্ধে সম্মত হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।