জুমবাংলা ডেস্ক : এল নিনোর কোমর ভেঙে দিল অগাস্টের বর্ষা! জুলাই মাস পর্যন্ত দেশে বৃষ্টিপাতের ঘাটতি ছিল পাঁচ শতাংশ। কিন্তু, অগাস্ট মাসে তা কমে দাঁড়িয়েছে দুই শতাংশ। ১৩ অগাস্ট পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে এমনটাই জানানো হয়েছে IMD-র তরফে।
গত বছর সপ্তাহে বর্ষা বেশ দুর্বল ছিল দেশে। বিশেষজ্ঞদের কথায়, মূলত এল নিনোর কারণেই এই পরিণতি। তবে নতুন করে ঘুরে দাঁড়াতে পারে বর্ষা। ১৮ অগাস্টের পর মধ্য ভারতে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়তে পারে, IMD-র তরফে জানানো হয়েছে এমনটাই। তবে অগাস্টের প্রথম সপ্তাহে শুষ্ক থাকতে পারে আবহাওয়া।
গত সাতদিন ধরে দেশের বেশিভাগ এলাকা শুষ্ক থাকলেও উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ সহ উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। সেখানে বহু এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। নেমেছে ভূমি ধসও।
এর মূল কারণ হিসেবে ধরা হচ্ছে মৌসুমী অক্ষরেখার অবস্থান। উল্লেখ্য, এই মুহূর্তে গোরক্ষপুর ও পাটনা থেকে কোচবিহার হয়ে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখা।
প্রসঙ্গত, এই মুহূর্তে দেশে দুই শতাংশ বৃষ্টির খামতি রয়েছে, এর মধ্যে ১৯ শতাংশ পূর্ব এবং উত্তর পূর্ব ভারতে। অন্যদিকে, ১৫ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে উত্তর পশ্চিম ভারত, দুই শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে মধ্য ভারতে।
তাৎপর্যপূর্ণভাবে ২৯ শতাংশ বৃষ্টিপাতের ঘাটতি রয়েছে পশ্চিমবঙ্গে, ঝাড়খণ্ডে বৃষ্টিপাতের ঘাটতি ৩৭ শতাংশ, বিহারে ২৮ শতাংশ এবং নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরাতে যথাক্রমে ২৪ শতাংশ। কেরালাতে বৃষ্টির ঘাটতি ৪২ শতাংশ।
এদিকে বঙ্গোপসাগরের উপর তৈরি হতে চলেছে একটি নিম্নচাপ। আর এর প্রভাবে পূর্ব এবং মধ্যভারতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মৌসম ভবন সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে, যা আগামী ৪৮ ঘণ্টায় শক্তি বৃদ্ধি করবে। ১৬ এবং ১৭ অগাস্ট গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এদিকে আগামী ২৪ ঘণ্টায় প্রবল বৃষ্টিপাত হতে পারে উত্তরাখণ্ডে। ভারী বৃষ্টির সম্ভাবনা হিমাচল প্রদেশ, সিকিম, ঝাড়খণ্ড এবং ওডিশাতে। একই সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডিগড়, দিল্লি। বুধবার থেকে অবশ্য এই এলাকাগুলিতে কমবে বৃষ্টি। অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরাতে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা শক্রবার পর্যন্ত। পাশাপাশি ছত্তিশগড় এবং বিদর্ভে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।