প্রতিপক্ষ ইসরায়েলি হওয়ায় ম্যাচ বয়কট করলেন বাংলাদেশের এনামুল

Enamul

স্পোর্টস ডেস্ক : হাঙ্গেরিতে দাবা অলিম্পিয়াডে ছেলেদের বিভাগে দশম রাউন্ডে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ইসরায়েল। এই রাউন্ডে বাংলাদেশের হয়ে খেলার কথা ছিল গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের। কিন্তু তিনি খেলেননি। প্রতিপক্ষ ইসরায়েল বলেই খেলা বয়কটের ঘোষণা দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া ম্যাচে এনামুল দাবার বোর্ডে না বসায় চার বোর্ডের একটিতে ওয়াকওভার পেয়েছে ইসরায়েল।

মূলত ফিলিস্তিনের ওপর ইসরায়েলি আগ্রাসনের কারণে এই প্রতিবাদ বলে জানিয়েছেন এনামুল, ‘ইউক্রেনে হামলার কারণে রাশিয়া ও বেলারুশকে দাবা অলিম্পিয়াডে খেলতে দেওয়া হচ্ছে না। দাবার সর্বোচ্চ সংস্থা ফিদে তাদের নিষিদ্ধ করে রেখেছে। যদি তাদের নিষিদ্ধ করা হয়, তাহলে ইসরায়েল কেন নয়? ওরা তো নির্বিচারে ফিলিস্তিনিদের হত্যা করছে। এর প্রতিবাদে ইসরায়েলের বিপক্ষে ম্যাচ আমি বয়কট করেছি।’

এর পরও দাবা ফেডারেশনের কর্মকর্তারা তাকে খেলার জন্য অনুরোধ করলেও এনামুল ছিলেন নিজের সিদ্ধান্তে অটল।

হাঙ্গেরি থেকে ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম বলেছেন, ‘জাতীয় ক্রীড়া পরিষদের সচিবের সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন, ইসরায়েলের বিপক্ষে খেলা নিয়ে কোনো বিধি-নিষেধ নেই।দেশে ফিরে এ নিয়ে রিপোর্ট দিলে ক্রীড়া পরিষদ ব্যবস্থা নেবে।’

এদিকে মহিলা বিভাগে নবম রাউন্ডে আর্জেন্টিনার কাছে ১-৩ পয়েন্টে হেরেছে বাংলাদেশ। দল হারলেও জিতেই চলেছেন রানী হামিদ। হাঙ্গেরিতে ছয় ম্যাচ খেলে ছয়টিতেই জিতেছেন ৮১ বছরে পা দেওয়া এই আন্তর্জাতিক মহিলা মাস্টার।