স্পোর্টস ডেস্ক : শেষ পর্যন্ত একাদশে সুযোগ মিলল টাইগার ক্রিকেটার এনামুল হক বিজয়ের। আজ বিশ্বসেরা ক্রিকেটার সাকিব টসের সময় জানিয়ে দিলেন এনামুল রয়েছেন সেন্ট লুসিয়া টেস্টের একাদশে। তবে কপাল পুড়েছে মুমিনুল হকের! তাঁর জাগয়ায় ফেরানো হয়েছে এনামুল হক বিজয়কে। সেরা একাদশে সুযোগ পেয়ে অন্যরকম এক রেকর্ড হয়ে গেল এনামুলের।
পরিসংখ্যান বলছে দুই টেস্টের মধ্যে সবচেয়ে বেশি বিরতিতে তিনিই এখন সবার উপরে। ৭ বছর ৯ মাস ১১ দিন পর টেস্টে ফিরছেন এ ব্যাটসম্যান। যা বাংলাদেশের রেকর্ড।
অবশ্য এর আগে বাংলাদেশের দীর্ঘতম বিরতি ছিল পেসার নাজমুল হোসেনের। ২০০৪ সালের ১৭ ডিসেম্বর ভারতের বিপক্ষে অভিষেক টেস্ট খেলার পর নিজের দ্বিতীয় টেস্ট খেলেছেন ১৭ ডিসেম্বর ২০১১ সালে। ঠিক ৭ বছর পর প্রত্যাবর্তন টেস্ট খেলেছিলেন তিনি।
এদিকে এনামুলের ফেরাটা আবার একই মঞ্চে। ২০১৪ সালে সবশেষ এই সেন্ট লুসিয়াতেই টেস্ট খেলেছিলেন। ২০১২ সালে গলে তার অভিষেক। দুই বছরে টেস্ট খেলেছেন চারটি। চার টেস্টে ভালো করতে না পারায় অবধারিতভাবে তাকে বাদ দেওয়া হয়। তবে এবার অভাবিত পারফরম্যান্সেই তাকে দলে ফিরিয়েছেন নির্বাচকরা।
তবে ঢাকা লিগে ১২শর বেশি রান করার পর তাকে নেওয়া হয়। তবে টেস্ট দলে ডাক পান ইয়াসির আলী চৌধুরীর ইনজুরিতে। এবার মুমিনুলের জায়গায় নেমে পড়লেন মূল একাদশে। এনামুলের প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ার দুর্দান্ত। ১০৫ ম্যাচে ১৮১ ইনিংসে ২২টি সেঞ্চুরিতে প্রায় সাড়ে ৭ হাজার রান করেছেন ৪৫.৩২ গড়ে।
এদিকে গত মৌসুমে প্রথম শ্রেণির ক্রিকেটে তার ব্যাট হাসেনি। ১৫ ইনিংসে করেছিলেন ৩৯৬ রান। এর আগের দুই মৌসুমে অবশ্য পঞ্চাশেরও বেশি গড়ে হাজারের উপরে রান করেছেন। এবার প্রত্যবর্তনের ম্যাচে এনামুল কেমন করেন সেটাই দেখার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।