খেলাধুলা ডেস্ক : খারাপ সময় কাটিয়ে উঠতে পারলো না ম্যানচেস্টার সিটি। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সাত ম্যাচ জয়খরা দেখলো তারা। অ্যানফিল্ডে লিভারপুলের কাছেও হারের তিক্ত স্বাদ পেলো টানা চারবারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।
রবিবার কডি গাকপো ও মোহাম্মদ সালাহর গোলে ২-০ তে ম্যানসিটিকে হারিয়েছে লিভারপুল। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে দারুণ জয়ে ৯ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষস্থান ধরে রাখলো তারা।
এনিয়ে লিগে টানা চার ম্যাচ হারলো ম্যানসিটি, ২০০৮ সালের পর যা প্রথমবার। তাতে করে পেপ গার্দিওলার দল টেবিলের পঞ্চম স্থানে নেমে গেলো। লিভারপুলের সঙ্গে তাদের ব্যবধান বেড়ে দাঁড়ালো ১১ পয়েন্টে।
কদিন আগে চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদকে হারানোর প্রেরণা নিয়ে ম্যানসিটির মুখোমুখি হয়েছিল লিভারপুল। হাফটাইমের আগেই তারা ম্যাচ নিশ্চিত করে ফেলতে পারতো। বেশ কয়েকটি সুযোগ নষ্ট করায় প্রথমার্ধ শেষ করতে হয়েছে ১-০ গোলে এগিয়ে থেকে। এর মধ্যে ভার্জিল ফন ডাইকের দুটি হেডের একটি লাগে পোস্টে।
প্রথম গোল আসে ১২তম মিনিটে। ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ডের লম্বা পাস ধরে ডান প্রান্ত থেকে সালাহর নিচু ক্রস ম্যানসিটি কিপার স্টেফান ওর্তেগাকে বেকায়দায় ফেলে গাকপোর পায়ে পড়ে। তাকে বোকা বানিয়ে ব্যাকপোস্ট থেকে জাল কাঁপান গাকপো।
‘শেখ হাসিনাকে ফেরত পেতে হলে আগে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে’
ম্যানসিটির ফেরার আশা মাটি করে দেন সালাহ। বক্সের মধ্যে ওর্তেগা ফেলে দেন লুইস দিয়াজকে। মিশরীয় ফরোয়ার্ড লক্ষ্যভেদ করে অ্যানফিল্ডে গর্জন তোলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।