স্পোর্টস ডেস্ক : এক মাসের লম্বা সফর। ক্যারিবীয় দ্বীপে উইন্ডিজের বিপক্ষে ২টি টেস্ট ও ৩টি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী ৬ জুন থেকে বেশ কয়েকটি ধাপে উইন্ডিজ সফর করবে টাইগার ক্রিকেটাররা।
পূর্ণাঙ্গ সফর থাকায় ৩টি দলও ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্বাভাবিক ভাবেই লম্বা বহর যাচ্ছে ক্যারিবীয় দ্বীপে। অনুমিত ভাবেই খরচের হিসেবটাও চলে আসে সামনে।
বর্তমান পরিস্থিতির কারণে বিশ্বব্যাপী সব কিছুর মূল্য উর্ধ্বমূখী। সেটিও মাথায় রাখছে বিসিবি। তিন ফরম্যাট মিলে ৪৫ সদস্যের দলের (বেশ কজন তিন দলেই রয়েছেন) সঙ্গে সাপোর্টিং স্টাফও রাখা হয়েছে।
সেসব হিসেব করেই বিসিবি সিদ্ধান্ত নিয়েছে, উইন্ডিজ সফরের বহর থেকে কয়েকজনকে কমিয়ে দেয়ার। বিসিবির নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, বাদ পড়ার তালিকায় রয়েছেন একজন ক্রিকেটার ও ৫জন সাপোর্টিং স্টাফ।
এর আগে বৃহস্পতিবার বিকেলে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন খরচের খাত উল্লেখ করে বলেছেন, ‘আমরা দেখছি খরচ অসম্ভব হারে বেড়ে গেছে। দেশের কথা বলছি না। অনেক কিছুরই খরচ বেড়ে গেছে। উদাহরণস্বরূপ আগে যে টিকিট ভাড়া ছিল ৩-৪ লাখ, সেটি এখন হয়ে যাচ্ছে ১০-১১ লাখ। হোটেল ভাড়া যেটা ছিল বড়জোর ২৫০ ডলার। সেটি এখন কমপক্ষে ৪০০-৫০০ ডলার করে লাগছে।’
বিশেষ করে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় আগের মতো অতিরিক্ত কাউকে না রাখার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। এ নিয়ে পাপন বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই শুরু। এখানেও যাদেরকে না পাঠালেও চলে… এরকম কিছু হয়তো বাদ যাবে। এখন আর সেই পরিস্থিতি (করোনা) নেই। এছাড়া যেহেতু এখন বাইরে জিনিসপত্রের দাম সম্পর্কে কিছুই বলা যাচ্ছে না, সেজন্য বোর্ডকে সামগ্রিকভাবে বলা হয়েছে প্রত্যেকটা বাজেট কমিয়ে আনতে হবে।’
আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়েছি, ধোনি সেখানকার সেরা ছাত্র: কার্তিক
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।