২ সন্তান রেখে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে প্রবাসীর স্ত্রী উধাও!

জুমবাংলা ডেস্ক : চাঁদপুরের কচুয়ার শ্রীরামপুরে নগদ টাকা, স্বর্ণালংকার ও মালামাল নিয়ে প্রবাসীর স্ত্রী উধাও হয়ে গেছেন। এ ঘটনায় সৌদি প্রবাসী মো. এরশাদ ক্বারীর ছোট ভাই মোরশেদ আলম ও গৃহবধূর পরিবারের পক্ষ থেকে কচুয়া থানায় পালটাপালটি দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জানা গেছে, প্রায় ৯ বছর পূর্বে উপজেলার শ্রীরামপুর গ্রামের অধিবাসী মো. এনামুল হকের পুত্র মো. এরশাদ ক্বারীর সঙ্গে একই উপজেলার কৈটোবা গ্রামের এক তরুণীর পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের এক ছেলে (৭) ও এক মেয়ে (৫) রয়েছে।

গৃহবধূর শ্বশুরপক্ষের লোকদের অভিযোগ, স্বামী সৌদি থাকার সুবাদে স্ত্রী একাধিক যুবকের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। এরশাদ ক্বারী সৌদি থেকে বাড়ি ফেরার কথা শুনে তার স্ত্রী ২৭ ডিসেম্বর তার ২ সন্তান রেখে স্বর্ণালংকারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল নিয়ে উধাও হয়ে যায়।

গৃহবধূ তার স্বামীর বাড়ি আসার খবরে উধাও হয়ে গেছে, নাকি প্রেমিকের হাত ধরে অন্যত্র চলে গেছে- এ নিয়ে এলাকায় নানান গুঞ্জন চলছে।

গৃহবধূ নিখোঁজের ঘটনা উদঘাটন করে প্রকৃত রহস্য খুঁজে বের করার জন্য প্রশাসনের প্রতি দাবি জানিয়েছে শ্বশুরপক্ষের পরিবার।

কচুয়া থানার ওসি এম আব্দুল হালিম বলেন, উভয়পক্ষ জিডি করেছে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ওই গৃহবধূকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।