জুমবাংলা ডেস্ক : এ বি এম মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রাম সিটি করপোরেশনের টানা তিনবারের মেয়র ছিলেন। ১৯৯৪ সালে বিএনপি আমলে প্রথম মেয়র হয়েছিলেন আওয়ামী লীগের এই নেতা। এরপর আরো দুইবার আওয়ামী লীগের সমর্থনে বিপুল ভোটে বিজয়ী মেয়র নির্বাচিত হন। তিনি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পর সভাপতি পদে ছিলেন।
ছিলেন ১৪ দল চট্টগ্রামের সমন্বয়কও। চট্টলবীর হিসেবে পরিচিত আওয়ামী লীগের এই নেতা মেয়র থাকাকালে নগরে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের স্বপ্ন দেখেছিলেন।
জানা যায়, মেয়র মহিউদ্দিন তাঁর মেয়াদের শেষ সময়ে ২০০৯-১০ অর্থবছরের বাজেটে নগরীর বিমানবন্দর থেকে দেওয়ানহাট পর্যন্ত উড়াল সেতু নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। ২০০৯ সালের ২৮ জুন দেওয়া সেই বাজেটে নগরীর এয়ারপোর্ট থেকে দেওয়ানহাট মোড় পর্যন্ত উড়াল সেতু, সদরঘাট থেকে কালুরঘাট পর্যন্ত মেরিন ড্রাইভ সড়ক নির্মাণ ও নদীশাসনের জন্যই ব্যয় ধরা হয়েছিল মোট আড়াই হাজার কোটি টাকা।
সেদিন সিটি করপোরেশনের পক্ষে এত বিশাল বাজেটের প্রকল্প প্রস্তাবের বিষয়ে জানতে চাইলে মহিউদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেছিলেন, ‘স্বপ্ন দেখতে হয়। স্বপ্ন দেখলেই স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব হয়।’
এর প্রায় ৯ বছর পর নগরীর লালখান বাজার থেকে বিমানবন্দর পর্যন্ত প্রায় ১৬ কিলোমিটার দীর্ঘ এ উড়াল সেতু নির্মাণের কাজ শুরু হয়। ২০১৭ সালের ১৫ ডিসেম্বর মহিউদ্দিন চৌধুরী মারা যান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।