বিশ্বকাপের আগে ফের মুখোমুখি ভারত-পাকিস্তান!

স্পোর্টস ডেস্ক : সদ্যই শেষ হয়েছে এশিয়া কাপের ১৬তম আসর। যেখানে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে মহাদেশীয় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে ভারত। সদ্য শেষ হওয়া কাপে একাধিকবার মুখোমুখি হয়েছে ভারত এবং পাকিস্তান। বাবর আজমরা ফাইনালে উঠতে না পারায় একই টুর্নামেন্টে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল তৃতীয়বারের মতো মুখোমুখি হয়নি।

আগামী মাসে ভারতে শুরু হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে ১৪ অক্টোবর মাঠে নামবে ভারত এবং পাকিস্তান। তবে তার আগেই একে অপরের মুখোমুখি হতে পারে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। মূলত চীনে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টে এই দুই দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

এশিয়া গেমসে ভারত এবং পাকিস্তান সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে খেলবে। ভারত-পাকিস্তানের মতো শ্রীলঙ্কা এবং বাংলাদেশও কোয়ার্টার ফাইনাল থেকেই খেলবে। তার আগে গ্রুপ পর্যায়ে দলগুলো একে অপরের বিরুদ্ধে লড়াই করে নকআউটের খেলার যোগ্যতা অর্জন করবে।

ভারত-পাকিস্তান দুই দেশই যদি নিজেদের সবগুলো ম্যাচ জেতে তবে ফাইনালে একে অপরের মুখোমুখি হবে তারা। এই সমীকরণ মিলে গেলে আগামী ৭ অক্টোবর এশিয়ান গেমসের স্বর্ণ পদকের লড়াইয়ে মুখোমুখি হবে এই দুই দল।

এ প্রসঙ্গে ভারতীয় দলের ব্যাটার রিংকু সিং বলেন, আমি নিশ্চিত যে এশিয়ান গেমসের ফাইনালে ভারত এবং পাকিস্তান ফাইনাল খেলবে। আমাদের দলটা বেশ শক্তিশালী। দলে তারকা এবং প্রতিভাবান ক্রিকেটারেরা রয়েছে। ভারতীয় দলে তাড়াতাড়ি যোগ দিতে চাই। এশিয়ান গেমস থেকে স্বর্ণ জয়ের ব্যাপারে আমি দারুণ আত্মবিশ্বাসী।

ভারত দল : ঋতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), রাহুল ত্রিপাঠি, যশস্বী জয়সওয়াল, তিলক ভার্মা, রিংকু সিং, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, রবি বিষ্ণোই, আভেশ খান, আর্শদীপ সিং, মুকেশ কুমার, শিবম দুবে, প্রভসিমরান সিং (উইকেটরক্ষক) ও আকাশ দীপ।

পাকিস্তান দল: কাসিম আকরাম (অধিনায়ক), ওমাইর বিন ইউসুফ, আমির জামাল, আরাফাত মিনহাস, আরশাদ ইকবাল, আসিফ আলী, হায়দার আলী, খুশদিল শাহ, মির্জা তাহির বেগ, মোহাম্মদ হাসনাইন, মুহাম্মদ আখলাক (উইকেটরক্ষক), রোহেল নাজির (উইকেটরক্ষক), শাহনেওয়াজ দাহানি, সুফিয়ান মুকিম, উসমান কাদির।